উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর কোস্... more
উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর কোস্টাল থানার বনবিবি মাঠের জনসভা থেকে ৯টি জেটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1/4প্রসঙ্গত, শীতের মরসুমেই রাজ্যে পরিবহণ দফতর দক্ষিণবঙ্গে ৬টি জেলায় ই-ভেসেল পরিষেবা শুরু করছে। হুগলির ত্রিবেণী থেকে দক্ষিণ ২৪ পরগনার নুরপুর পর্যন্ত গঙ্গার বিভিন্ন রুটে এই বৈদুতিন জলযানগুলি চালানো হবে। (Utpal Sarkar)
2/4বিশ্বব্যাঙ্কে আর্থিক সহায়তায় ৮০ থেকে ১০০ আসন বিশিষ্ট ২২টি ই-ভেসেল কেনা হয়েছে। প্রতিটি ই-ভেসেল কিনতে খরচ পড়ছে এক কোটি ৭০লক্ষ টাকা। এই পরিষেবা চালুর জন্যই ন'টি জেটি ঘাট সংস্কার করা হয়েছে। সেখানে বসানো হয়েছে স্মার্টগেট। (Utpal Sarkar)
3/4এই পরিষেবা চালু হলে উপকৃত হবেন হাওড়া হুগলি, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দুই ২৪ পরগনা। এই ভেসেলগুলিতে থাকবে বায়ো টয়লেট। ফলে জলদূষণেরও সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে আস্তে আস্তে ডিজেল চালিত জলযান তুলে দিতে চাইছে নবান্ন। (Utpal Sarkar)
4/4এদিন মুখ্যমন্ত্রী যে জেটিগুলি উদ্বোধন করেন, সেগুলি হল – হুগলির বাঁশবেড়িয়া ও গৌরহাটি জেটি; উত্তর ২৪ পরগনার পানিহাটি, দেবীতলা, নবাবগঞ্জ, রাসমণি ফেরিঘাট; কলকাতার রতনবাবু ঘাট এবং আউটরাম ঘাট; হাওড়ার গদিয়ারা ঘাট। (Utpal Sarkar)