অভিষেক বলেন, ‘প্রথমেই বলব এই জিজ্ঞাসাবাদ নির্যাস শূন্য। আমারও সময় নষ্ট ওদেরও সময় নষ্ট। ইডি কয়লা কাণ্ডে ডেকেছিল তখনও বলেছিলাম আমার জন্য একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হোক।’
1/4শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত বিষয়ে শনিবার তৃণমূলের সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে সিবিআই। তলবের জেরে এদিন সকালেই নিজামপ্যালেসে পৌঁছে যান অভিষেক। ৯ ঘণ্টা ৪০ মিনিটের ম্যারাথন জেরা শেষে অভিষেক বেরিয়ে বলেন, ‘নির্যাস শূন্য’ জিজ্ঞাসাবাদ চলেছে তাঁর। (PTI Photo)(PTI05_20_2023_000444B) (PTI)
2/4অভিষেক বলেন, ‘প্রথমেই বলব এই জিজ্ঞাসাবাদ নির্যাস শূন্য। আমারও সময় নষ্ট ওদেরও সময় নষ্ট। ইডি কয়লা কাণ্ডে ডেকেছিল তখনও বলেছিলাম আমার জন্য একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হোক।’ তৃণমূল সাংসদ বলেন,' গতকাল আড়াইটের সময় চিঠি পেয়েছিলাম আর আজকে সকাল ১১ টার সময় আসতে বলা হয়েছিল। ঠিক সময়ে এসে উপস্থিত হয়েছি। অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে পারত।' (PTI Photo)(PTI05_20_2023_000443B) (PTI)
3/4অমিত শাহকে এদিন নিশানা করে অভিষেক নাম না করে বলেন, ‘ ১৫০ গুণ সম্পত্তি বেড়েছে বলে সুকন্যা মণ্ডল জেলে, আর ১৫০০ গুণ সম্পত্তি বেড়েছে বলে অমিত শাহের ছেলে বাইরে।’ তিনি ক্ষোভের সুর চড়িয়ে বলেন, ‘নব জোয়ার রুখতেই নোটিস পাঠানো হচ্ছে। আমাকে ডাকাডাকি বন্ধ করুন, বিজেপির কারও নাম এলে তাঁদের কেন ডাকা হচ্ছে না?’ সুর চড়িয়ে অভিষেক বলেন, ‘নিয়োগ দুর্নীতি মামলায় তো ধৃত প্রসন্ন রায় দিলীপ ঘোষের নাম নিয়েছেন। তাঁকে কেন ডাকা হচ্ছে না?’ (PTI)
4/4উল্লেখ্য, শনিবার নিজাম প্যালেস থেকে বেরিয়েই সুর চড়িয়ে অভিষেক বলেন, ‘আমায় জিজ্ঞাসা করেছিল এঁদের চেনেন?’ প্রসঙ্গত, মনে করা হচ্ছে তিনি বিরোধী দলনেতাদের নাম না করে তোপ দাগেন। নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করতেও তিনি ছাড়েননি। অভিষেক বলেন, ‘ বিশ্বাস করবেন না ৯০ শতাংশের বাড়ি পূর্ব মেদিনীপুরে আর মুর্শিদাবাদে। সিবিআইয়ের তদন্ত করা উচিত কাদের কথায় তাঁরা চলত, কাদের নির্দেশে টাকা তুলত? তাঁকে জিজ্ঞাসা করা হবে না? ’ তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ‘ আমাদের থেকে যা জানতে চাওয়া হয়েছে দিয়েছি। অধিকাংশ প্রশ্নই বোগাস।’ (ফাইল ছবি, এএনআই এবং পিটিআই) (PTI)