শহরের বুকে ৩০ টি হেলেপড়া বাড়ির খোঁজ ইতিমধ্যেই কলকাতা পুরসভা পেয়েছে বলে দাবি করা হচ্ছে। এর আগে, বাঘাযতীনে হেলে পড়া বাড়ির ঘটনা ঘিরে নড়েচড়ে বসে কলকাতা পুরসভা। তারপর ট্যাংরা, তপসিয়ায় পর পর হেলেপড়া বাড়ির খবর উঠে আসতে থাকে। এই হেলে পড়া বাড়িকাণ্ডের মাঝে, এবার ইঁদুরে উপদ্রবে বাড়ি বড় বিপদের মুখে পড়তে পারে, এমন আতঙ্কও প্রকাশ করে শহরের এক বাসিন্দা ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফোন করে আশঙ্কা প্রকাশ করেন। শুক্রবার টালিগঞ্জের এক ব্যক্তি, জানান তাঁর বাড়ির পাশে একটি পরিত্যক্ত দোতলা বাড়ি জঞ্জালে ভর্তি। সেখানেই ইঁদুরের বাসা ও উপদ্রব। ব্যক্তির আশঙ্কা, ইঁদুরের দলবদলই বাড়িতে তাণ্ডব চালিয়ে তা ফেলে দিতে পারে!
টালিগঞ্জের চারুচন্দ্র অ্যাভিনিউ থেকে ফোন করে এক ব্যক্তি ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন বলে রিপোর্টে প্রকাশিত হয়েছে। ‘এই সময়’র রিপোর্ট বলছে, ওই ব্যক্তি মেয়রকে জানান, তাঁর বাড়ির পাশে রয়েছে গোবিন্দ ব্যানার্জি লেনে একটি পরিত্যক্ত দোলতা বাড়ি। সেখানে জঞ্জালে ঠাসা রয়েছে। তাতেই মহানন্দে ঘুরে বেড়ায় ইঁদুরের দল! ওই ব্যক্তির অভিযোগ, ওই বাড়িটির নিচের অংশ ইঁদুরে খুঁড়ে এমন অবস্থা করে দিয়েছে, যে বাড়িটি যেকোনও সময়ে বড়সড় বিপদ ডেকে আনতে পারে। ওই ব্যক্তির দাবি, ‘ইঁদুর বাড়ি ফেলে দেবে’। এদিকে, অভিযোগ শুনতেই তৎপর হন মেয়র ফিরহাদ হাকিম। তিনি পুরসভার জঞ্জাল অপসারণ বিভাগকে সাফ নির্দেশ দেন দ্রুত ওই বাড়ি পরিষ্কার করতে হবে। এছাড়াও কাচের গুঁড়ো ছড়িয়ে বাড়িতে ইঁদুর মোকাবিলারও বন্দোবস্ত করার নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম।
ইঁদুর ছাড়াও মশা মাছি নিয়েও ওই অনুষ্ঠানে বেশ কিছু অভিযোগ সে। কলকাতার ৬১ নম্বর ওয়ার্ডের শীলা দে জানান, এলিয়ট রোড লাগোয়া এলাকায় তাঁর বাড়ি। তাঁর দোতলা বাড়ির নিচে রয়েছে জল নিকাশী ব্যবস্থা। জমা জলের সমস্যা। জল নিকাশী পাইপের দুটির মধ্যে একটি ভেঙে যাওয়ার পর থেকে এই সমস্যার আগমন! জমা জলে দুর্গন্ধ যেমন সমস্যা তেমনই মশা মাছির উপদ্রবও কম নয়। সেকথা শীলাদেবী জানান মেয়রকে। সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত তৎপর হওয়ার নির্দেশ দেন মেয়র।
তবে শহরজুড়ে ইঁদুর যে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তা কানে যায় ফিরহাদ হাকিমের। ৮২ নম্বর ওয়ার্ডের ক্রিস্টিনপাড়াতেও ইঁদুর- সমস্যা রয়েছে। এরপর মেয়রের কানে যায়, রডন স্ট্রিট ও ময়রাস্ট্রিটের মাঝে রাস্তায় ধসের ঘটনা, যার নেপথ্যেও ইঁদুর রয়েছে বলে অনুমান। পুরসভা সূত্রের খবর, এই ঘটনার আগে, শুক্রবার পুরসভার এক মেয়র পারিষদের ঘরে ইঁদুরের উপদ্রব নিয়ে হইচই হয়। আপাতত ইঁদুর দমনে তৎপর পুরসভা কাচের গুঁড়ো দিয়ে পদক্ষেপের চেষ্টায়।