বাংলা নিউজ > বাংলার মুখ > Anubrata Mondal weight: ওজন কমেছে অনুব্রতর, 'হেভিওয়েট' কেষ্ট মণ্ডল এখন ৯১ কেজি

Anubrata Mondal weight: ওজন কমেছে অনুব্রতর, 'হেভিওয়েট' কেষ্ট মণ্ডল এখন ৯১ কেজি

অনুব্রত মণ্ডল। 

তৃণমূলের অন্দরমহল সূত্রে খবর, শুধু শারীরিক ওজন কমেছে এমনটাই নয়, অনুব্রত এখন বীরভূমের রাজনীতিতে কতটা হেভিওয়েট তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এখনও অবশ্য় তিনি দলের জেলা সভাপতি পদেই রয়েছেন।

গরু পাচার মামলায় মাসের পর মাসে জেলের অন্তরালে থেকে অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ওজন কতটা কমেছে তা তর্কসাপেক্ষ। তবে জেলবাসে হু হু করে শারীরিক ওজন কমেছে কেষ্টমণ্ডলের। প্রায় ৬ মাস ধরে তিনি জেলের ওপারে রয়েছেন। কিছুদিন পুলিশ হেফাজতেও ছিলেন। তবে এই কয়েকমাসে তাঁর ওজন কমেছে অনেকটাই।  গত বছরের অগস্ট মাসে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তখন তাঁর ওজন করানো হয়েছিল। সেই সময় তার ওজন ছিল ১১৫ কেজি। রীতিমতো ওজনদার। 

এরপর গত নভেম্বর মাসে তাকে আসানসোল হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেই সময় ফের তার ওজন করানো হয়েছিল। আর তখন দেখা যায় তার ওজন ১০০ কেজি।  সোমবার ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য় তাকে আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আর তখন দেখা যায় তার ওজন হয়েছে ৯১ কেজি। ঝপ করে অনেকটা ওজন কমে গিয়েছে তাঁর। এদিকে এরপর হাসপাতালে ঢোকার সময় ও বের হওয়ার সময়তেও সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন দাদা কেমন আছেন? একটু থমকে কিছুটা বিষন্ন মুখে অনুব্রতর মুখে একই কথা শরীর ভালো নেই। গত অগস্ট মাস থেকে এই মাস পর্যন্ত তার ওজন প্রায় ২৪ কেজি কমে গিয়েছে বলে খবর। অনুব্রত মণ্ডলের প্রেসার বর্তমানে ১৩০-৮০।

সূত্র বলছে গত বছর ১১ অগস্ট তাকে গ্রেফতার করা হয়েছিল। প্রথমে তার ওজন ছিল ১১৫ কেজি। ২০শে নভেম্বর তার ফের ওজন করানো হয়েছিল। তখন তার ওজন ছিল ১০০ কেজি। আর এদিন তার ওজন দাঁড়িয়েছে ৯১কেজিতে। সেক্ষেত্রে  গত কয়েক মাসে ওজন প্রায় ২৪ কেজি ওজন কমে গিয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। 

তবে পরবর্তী সময় হাসপাতাল সূত্রে অবশ্য় জানা যায় আগে যেমন চিকিৎসা চলছিল তেমনই চলবে। তবে হাসপাতালে ভর্তির মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। জরুরী কোনও পরিস্থিতি নেই।  অগত্যা শারীরিক কিছু পরীক্ষার পরে তিনি হাসপাতাল থেকে ফের জেলের পথে রওনা দেন।

তবে তৃণমূলের অন্দরমহল সূত্রে খবর, শুধু শারীরিক ওজন কমেছে এমনটাই নয়, অনুব্রত এখন বীরভূমের রাজনীতিতে কতটা হেভিওয়েট তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এখনও অবশ্য় তিনি দলের জেলা সভাপতি পদেই রয়েছেন। কিন্তু যে অনুব্রতর দাপটে কার্যত মুখ খুলতে পারতেন না তাঁরই দলের অন্য গোষ্ঠী তাদের হাতেই এখন দলের রাশ। জেলা তৃণমূলের কোর কমিটিতেও তাদেরই রমরমা। 

 

বন্ধ করুন