গত দুই দিন ধরে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নির্বাচন পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান রাজ্যপাল। এই সফরে আজ অসমে গিয়ে নির্বাচনী হিংসার শিকার রাজ্যছাড়াদের সঙ্গেও দেখা করেন রাজ্যপাল। এবার উত্তরবঙ্গ থেকে নন্দীগ্রামে যেতে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আগামীকালই সেখানে যাচ্ছেন রাজ্যপাল সেখানেও নির্বাচন পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখবেন রাজ্যপাল। পাশাপাশি নন্দীগ্রামের জনকীনাথ মন্দিরে পুজোও দেবেন রাজ্যপাল।
রাজ্যপাল নিজে টুইট করে জানান, আগামীকাল সকালে বিসিএফের বিশেষ হেলিকপ্টারে নন্দীগ্রামে যাবেন তিনি৷ সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ হরিপুরের হেলিপ্যাডে নামবেন৷ সেখান থেকে দক্ষিণ কেন্দামারি, বঙ্কিম মোড়, চিল্লাগ্রাম, নন্দীগ্রাম বাজার, টাউন ক্লাব ও সংলগ্ন এলাকাগুলি পরিদর্শন করবেন রাজ্যপাল৷
এদিকে রাজ্যপালের কোচবিহার সফর নিয়ে প্রশ্ন তুলেছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, রাজ্য সরকারকে এড়িয়ে জেলা সফরে যেতে পারেন না রাজ্যপাল। রাজ্যপালও জানিয়ে দেন তিনি সংবিধান মেনেই যা করার করছেন। এদিনও একই সুরে ফের মমতাকে কটাক্ষ করেন রাজ্যপাল।
গতকাল কোচবিহারের শীতলকুচি, মাথাভাঙা ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘোরার পর আজ অসমে যান তিনি। উত্তরবঙ্গ সফরের পর রাজ্যপাল বলেন, 'আমি কোচবিহার গেলাম। যে পরিস্থিতি আমি ভেবেছিলাম সেখানকার অবস্থা তার থেকেও ভয়ানক। ওখানকার মানুষদের চোখে শুধু ভয় আর আতঙ্ক। এই ধরনের পরিস্থিতি কখনও কাম্য নয়। ভারতীয় সংবিধান মেনে কাজ হচ্ছে না।' পাশাপাশি, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাজ্যপাল আরও বলেন, 'নির্বাচনের সময় থেকেই কেন্দ্রীয় বাহিনীকে নানা মন্তব্যে জনতাকে উত্তেজিত করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শীতলকুচির ঘটনাকে গণহত্যার নাম দিয়েছেন। এসপিকে সাসপেন্ড করেছেন। অথচ মানুষের দুঃখ, চোখের জলকে তিনি দেখতে পেলেন না।'