বাংলা নিউজ > বাংলার মুখ > করোনার জেরে বাংলা সাহিত্য জগতে নক্ষত্র পতন, প্রয়াত কবি শঙ্খ ঘোষ

করোনার জেরে বাংলা সাহিত্য জগতে নক্ষত্র পতন, প্রয়াত কবি শঙ্খ ঘোষ

প্রয়াত কবি শঙ্খ ঘোষ

আজ সকালে ৮৯ বছর বয়সে নিজের বাড়িতেই প্রয়াত হলেন শঙ্খ ঘোষ।

করোনায় আক্রান্ত হয়েছিলেন কয়েকদিন আগেই। বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যাতেও ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত আজ সকালে ৮৯ বছর বয়সে নিজের বাড়িতেই প্রয়াত হলেন  শঙ্খ ঘোষ। কোভিড সংক্রমণ ধরা পরার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই রাখা হয়েছিল তাঁকে। যদিও সেই সময় তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছিল।

কবির পরিবার সূত্রে খবর, বুধবার শঙ্খ ঘোষের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপর বাড়িতেই তাঁর চিকিৎসা চলতে থাকে। তবে জীবনানন্দ পরবর্তী পঞ্চপাণ্ডবের শেষ সৈনিকও করোনার শিকার হয়ে বিদায় জানালেন বাংলা সাহিত্য জগতকে।

এদিকে রাষ্ট্রীয় মর্যাদায় কবির শেষকৃত্য করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড বিধি মেনে শেষকৃত্য সম্পন্ন করতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন মমতা। 

এর আগে গতবছরের জানুয়ারিতে শ্বাসনালির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকেই বার্ধক্যজনিত সমস্যায় আরও বেশি করে ভুগতে শুরু করেছিলেন কবি। এই আবহে কিছুদিন আগে জ্বর আসে শঙ্খ ঘোষের। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তাঁর বাড়ির বাকিদেরও রিপোর্ট পজিটিভ এসেছে। তবে হাসপাতালে যেতে চাননি তিনি। তাই বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। তবে করোনার জেরে পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত বাঙালি কবির শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছিল।

শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ । যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনা করেছেন। সাহিত্য জগতে অবদানের জন্য ২০১১ সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন কবি। পদ্মভূষণ ছাড়াও একাধিক পুরস্কারে অলঙ্কৃত হয়েছিলেন তিনি। ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কারে পেয়েছিলেন তিনি। এর আগে ১৯৭৭ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন তিনি৷ কবি চলে গেলেও তাঁর কলম থেকে বের হওয়া 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে', 'উর্বশীর হাসি', 'ওকাম্পোর রবীন্দ্রনাথ' সহ একাধিক লেখা গেঁথে থাকবে মানুষের মনে।

বাংলার মুখ খবর

Latest News

৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.