বাংলা নিউজ > বাংলার মুখ > বুকে বসানো ছিল পেসমেকার, লাথি মারতেই বিজেপি কর্মীর মৃত্যু, কাঠগড়ায় কে?

বুকে বসানো ছিল পেসমেকার, লাথি মারতেই বিজেপি কর্মীর মৃত্যু, কাঠগড়ায় কে?

বিজেপি নেতার মৃত্যুতে কাঠগড়ায় তৃণমূল। প্রতীকী ছবি। (HT_PRINT)

জানা গিয়েছে, বিধি ভেঙে নির্বাচনী প্রচারে বাধা দিতে গিয়েছিলেন অপু চৌধুরী। তাঁর বুকে পেসমেকার ছিল বলে জানা গিয়েছে। এদিকে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বচসা অনেক দূর গড়াতেই অপু চৌধুরীর বুকে লাথি মারা হয় বলে অভিযোগ তার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

রবিবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এক বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। ৫৫ বছরের অপু চৌধুরীর মৃত্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তৃণমূল নেতা আইনুল হক সহ দশজনকে। উল্লেখ্য, আইনুল মহকুমা পরিষদের নির্বাচনের প্রার্থী।

জানা গিয়েছে, বিধি ভেঙে নির্বাচনী প্রচারে বাধা দিতে গিয়েছিলেন প্রয়াত অপু চৌধুরী। তাঁর বুকে পেসমেকার ছিল বলে জানা গিয়েছে। এদিকে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বচসা অনেক দূর গড়াতেই অপু চৌধুরীর বুকে লাথি মারা হয় বলে অভিযোগ তার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার মৃতদেহ হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের কাছে তুলে দিতে চাইলে পরিবারের সদস্যরা ময়নাতদন্তের দাবি জানান। নিঃসাড়ে জিকা ছড়িয়ে পড়ছে দেশের বহু প্রান্তে! জারি সতর্কবার্তা

মৃতের স্ত্রী চৌধুরী ইতিমধ্যেই আইনুল হক সহ দশজনের বিরুদ্ধে ফাঁসিদেওয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, তাঁর স্বামীর বুকে যে পেসমেকার মৃবসানো রয়েছে তা জানতেন ওই তৃণমূল নেতা। তার পরেও তাঁর স্বামীর বুকে লাথি মারার ঘটনাকে 'খুন' এর আখ্যা দিচ্ছেন শোভা চৌধুরী। বিজেপির দাবি, 'এটা কী করে স্বাভাবিক মৃত্যু হয়?' তারা জানিয়েছে, অভিযোগ করা হয়েছে, তবে হাসপাতাল ময়না তদন্তে রাজি নয়। এদিকে গোটা ঘটনায় যাঁর দিকে আঙুল সেই আইনুল হক বলছেন, '.. আমি অপু চৌধুরীকে বাড়িতে চলে যেতে বলি। আমি আর কিছুই জানি না। পুলিশ তদন্ত করলেই সব পরিষ্কার হবে।' অপু চৌধুরীর পরিবারের দাবি, হৃদরোগের সমস্যা থাকায় তিনি সেই রাতে হাঁটছিলেন বাইরে, তখনই আইনুল হক সহ কয়েকজনের সঙ্গে তাঁর বচসা বাঁধে। আর তারপরই অপু চৌধুরীর বুকে লাথই মারা হয় বলে অভিযোগ। প্রথমে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে ভর্তির পর তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

বন্ধ করুন