বাংলা নিউজ > বাংলার মুখ > Chandrima Bhattacharya: ‘চপ শিল্প’ নিয়ে সরগরম বিধানসভা, চন্দ্রিমা বললেন, ওঁদের হেয় করবেন না

Chandrima Bhattacharya: ‘চপ শিল্প’ নিয়ে সরগরম বিধানসভা, চন্দ্রিমা বললেন, ওঁদের হেয় করবেন না

চন্দ্রিমা ভট্টাচার্য (ফাইল ছবি)

মঙ্গলপবার রাজস্ব ঘাটতি সংক্রান্ত একটি বিল আনেন চন্দ্রিমা। সেই বিল বিল নিয়ে বলতে ওঠেন বিজেপি বিধায়ক তথা অর্থনীতির শিক্ষক অশোক লাহিড়ি।তিনি রাজ্যের ঋণের বোঝা মনে করিয়ে দিয়ে বলেন, সরকারের নীতির কারণে রাজকোষে টান পড়ছে।

ফের চপশিল্প প্রসঙ্গে সরগরম হল বিধানসভা। বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির কটাক্ষের জবাব দিতে দিতে গিয়ে অর্থমনন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, ‘যাঁরা চপ ভাজেন তাঁদের হেয় করবেন না।’

মঙ্গলবার রাজস্ব ঘাটতি সংক্রান্ত একটি বিল আনেন চন্দ্রিমা। সেই বিল নিয়ে বলতে ওঠেন বিজেপি বিধায়ক তথা অর্থনীতির শিক্ষক অশোক লাহিড়ি। তিনি রাজ্যের ঋণের বোঝা মনে করিয়ে দিয়ে বলেন, সরকারের নীতির কারণে রাজকোষে টান পড়ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজ্যে যা অবস্থা চলছে  এর পর পেনশন দিতে পারবে না সরকার।’

এর পর তিনি ‘চপ শিল্প প্রসঙ্গ টেনে বলেন, 'আর্থিক সংকট পশ্চিমবঙ্গ সরকারের নয়, রাজ্যের অর্থনীতিরও। চপশিল্প থেকে যদি আর্থিক উন্নয়ন হয় তবে এ থেকে শিক্ষা নেওয়ার কথা ভাবব।'

এর পাল্টা জবাব দিয়ে চন্দ্রিমা ‘রির্সট বৈঠক’ প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘কেউ চপ ভেজে রোজগার করলে তাঁকে ছোট করবেন না৷ আপনাদের রিসর্টে বৈঠক হয়। কোটি টাকা খরচ। যাঁরা চপ ভাজেন, বিক্রি করেন, তাঁদের হীনমন্যতায় ফেলবেন না৷’

বিজেপি বিধায়ক তাঁর বক্তব্যে ‘চাকরি চুরির’ প্রসঙ্গ তোলেন। এর জবাবে চন্দ্রিমা বলেন, ‘চাকরি চুরি করলে তাঁর উপযুক্ত শাস্তি হবে৷ কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না। বাংলার ভালো চাই যখন বলছেন, তখন কেন বাংলার জন্য কেন্দ্রকে বলছেন না? রাজ্যের বঞ্চনার কথা বলুন কেন্দ্রের কাছে।’

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অশোক লাহিড়ির বক্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করে বলেন, ‘আপনি কাগজ থেকে কিছু উদ্ধৃতি দিয়েছেন, সেগুলোর প্রমাণ আপনাকে দিতে হবে। এগুলো বিধানসভা অনুমতি দিচ্ছে না। দরকারে আমি ব্যবস্থা নিতে পারি।’

বন্ধ করুন