অনুমতি মিলল মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ বিদেশ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই বিদেশ যাত্রার জন্য নবান্নের তরফে বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করা হয়েছিল। বিদেশ মন্ত্রক অনুমতি দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
রাজ্যে লগ্নি টানার লক্ষ্যে সেপ্টেম্বরে স্পেন ও দুবাই যেতে পারেন মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এখবরই সামনে এসেছিল। প্রশাসন সূত্রে খবর, সেপ্টেম্বরের মাঝামাঝিতে স্পেনের বার্সিলোনা ও মাদ্রিদে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেদেশের শিল্পপতিদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। ফেরার পথে তিনি দুবাইয়ে অনবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করতে পারেন।
এবছর নভেম্বরে রাজ্য অনুষ্ঠিত হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস। এই সম্মেলনে আসার জন্য ওই দেশগুলির শিল্পপতিদের আমন্ত্রণ জানাতে পারেন মুখ্যমন্ত্রী। ওই শিল্প সম্মলনের আগে মমতার বিদেশ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞমহল।
মঙ্গলবার দিল্লিতে বিজিবিএস নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মুখ্য অমিত মিত্র। তাঁর আশা গতবারের চেয়ে এ আরও বেশি বিনোয়গ আসবে রাজ্যে। এই বৈঠকে হাজির ছিল, ইউরোপীয় ইউনিয়নের ১০টি দেশ, পূর্ব ইউরোপের ৮টি দেশ, আশিয়ান দেশগুলি, সৌদি আরব, কোরিয়া, জাপান, কেনিয়া, কলম্বিয়া এবং পোল্যান্ডের কূটনীতিকরা। তাজ প্যালেস হোটেলের ওই বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষে বিদেশ মন্ত্রকের অফিসার অন স্পেশাল ডিউটি (স্টেটস) সি রাজাশেখর উপস্থিত ছিলেন।
(পড়তে পারেন। কানে ফোন দিয়ে রাস্তা পারাপারে জরিমানা, পাত্তাই দিচ্ছেন না শহরবাসী বলছে পুলিশ)
অমিত মিত্র বিদেশি কূটনীতিবিদদের বলেন, সেখানে ছিল ইউরোপীয় ইউনিয়নের ১০টি দেশ, পূর্ব ইউরোপের ৮টি দেশ, আশিয়ান দেশগুলি, সৌদি আরব, কোরিয়া, জাপান, কেনিয়া, কলম্বিয়া এবং পোল্যান্ডের কূটনীতিকরা। তাজ প্যালেস হোটেলের ওই বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষে বিদেশ মন্ত্রকের অফিসার অন স্পেশাল ডিউটি (স্টেটস) সি রাজাশেখর উপস্থিত ছিলেন।
অমিত মিত্র বিদেশি কূটনীতিকদের আহ্বান জানিয়ে বলেন, সামনেই বাংলায় দুর্গাপুজো। বাংলায় আসুন এবং উপলদ্ধি করুন বাংলার সংস্কৃতি ও শিল্পকে। এখানে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মাইনিং সেক্টরকে। কয়লা খনি থেকে কয়লা উত্তোলন, কোল বেড মিথেন বা সিবিএম এবং সেল গ্যাস থাকছে বলে জানান তিনি।