বাংলা নিউজ > বাংলার মুখ > Coochbehar, Alipurduar Result Update: কোচবিহারে TMC-BJP টক্কর তুঙ্গে, দিনহাটায় কী খবর? আলিপুরদুয়ারে এগোচ্ছে ঘাসফুল

Coochbehar, Alipurduar Result Update: কোচবিহারে TMC-BJP টক্কর তুঙ্গে, দিনহাটায় কী খবর? আলিপুরদুয়ারে এগোচ্ছে ঘাসফুল

আলিপুরদুয়ারে গণনাকেন্দ্রের বাইরের ছবি 

Coochbehar, Alipurduar Panchayat Result official update: কোচবিহারে কতটা এগিয়ে রয়েছে বিজেপি, কতটা টক্কর দিল তৃণমূল, সবটা জানুন 

ধাপে ধাপে পঞ্চায়েত ভোটের ফলাফল বের হচ্ছে। একেবারে হাই ভোল্টেজ ভোটের ফলাফল। গোটা দেশের নজর রয়েছে এই ফলাফলের দিকে। গত পঞ্চায়েত ভোট থেকেই উত্তরবঙ্গ বিজেপি ধাপে ধাপে তাদের সংগঠন গোছাতে শুরু করে। তবে এবার গেরুয়া শিবির কতটা ভালো ফল করতে পারল সেদিকে নজর রয়েছে গোটা বাংলার। অন্য়দিকে দ্বন্দ্ব মিটিয়ে তৃণমূল কতটা ভালো ফল করতে পারল সেটাও দেখার। 

তবে কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে দুপুরবেলা পর্যন্ত ভোটের সর্বশেষ ফলাফলের নিরিখে  কোচবিহারের ফলাফলটা দেখে নিন। 

কোচবিহারে মোট আসন ২৫০৭

তার মধ্যে তৃণমল ২৬৩টি আসনে জয়ী হয়েছে। ৩৩৯টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি ১০৩টি আসনে জয়ী হয়েছে। ৮৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সিপিএম ২টিতে জয়ী হয়েছে। ১০টি আসনে এগিয়ে রয়েছে সিপিএম। কংগ্রেস ৬টি আসনে এগিয়ে রয়েছে। একটিতে জয়ী হয়েছে। 

তবে তাৎপর্যপূর্ণভাবে  একসময় ফরওয়ার্ড ব্লকের গড় বলে পরিচিত ছিল কোচবিহার। সেখানে সিপিএমের সঙ্গে সমানে সমানে টক্কর দিত ফরওয়ার্ড ব্লক। তবে কমিশনের পরিসংখ্যান অনুসারে ২টি আসনেও ফরওয়ার্ড ব্লক এগিয়ে আছে কোচবিহারে। ৩টিতে জয়ী হয়েছে। তবে এবারও কোচবিহারে নির্দল কাঁটা তৃণমূলের সাজানো বাগানে। মূলত বিক্ষুব্ধ তৃণমূলের একাংশ নির্দল হিসাবে দাঁড়িয়ে পড়েছিলেন। তাদের মধ্য়ে ৭টি আসনে এগিয়ে রয়েছে নির্দলরা। ৪টিতে জয়ী হয়েছে নির্দলরা। তবে তাৎপর্যপূর্ণ দিনহাটায় অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল। 

আলিপুরদুয়ারে মোট আসন ১২৫২টি।

১২৫১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। 

১৫৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। ৮৮টিতে জয়ী টিএমসি। বিজেপি ৩৬টি আসনে জয়ী হয়েছে। ৫৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সিপিএম ৬টি আসনে এগিয়ে রয়েছে। ৪টি আসনে জয়ী হয়েছে সিপিএম। কংগ্রেস ২টি আসনে এগিয়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত ফলাফল কী দাঁড়ায় সেটাই দেখার। 

বন্ধ করুন