ব্য়স্ত কোনা এক্সপ্রেসওয়েতে সপ্তাহের প্রথম কর্মদিবসের দিনেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনায় অল্পের জন্য বড় কোনও কিছু ঘটেনি। দুর্ঘটনার জেরে খনিকের জন্য বন্ধ ছিল যানচলাচল। সেখানে ট্রাফিক বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিল।
জানা যাচ্ছে, কোনা এক্সপ্রেসওয়েতে চলছিল নির্মাণ কাজ। সেখানে ব্রিজ তৈরির কাজ চলছে। সেই ব্রিজ নির্মাণের সময় লোহার বিম তুলছিল হাইড্রোলিক ক্রেন। আচমকাই সেই লোহার বিম তুলতে গিয়ে উল্টে যায় হাইড্রোলিক ক্রেন। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। উল্লেখ্য় এই ব্রিজের নির্মাণ হচ্ছে যাতে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে বাস ঢোকানোর জন্য। সেই দিকে তাকিয়ে নির্মাণ করা হচ্ছে একটি ওভার ব্রিজ। সেই এভার ব্রিজের নির্মাণের সময় হাইড্রোলিক ক্রেন দিয়ে তোলা হচ্ছিল লোহার বিম। আর সেই বিম তুলতে গিয়ে ঘটে যায় যাবতীয় বিপত্তি। লোহার বিমটি তোলার সময়ই উল্টে যায় ক্রেন।
জানা গিয়েছে, হঠাৎ ক্রেনের একটি তার ছিঁড়ে গিয়ে বিপত্তি ঘটে যায়। তার দেরেই ক্রেন ভারসাম্য হারায়। মুহূর্তে তা পড়ে যায়। এই বিশালাকার ক্রেনের পড়ে যাওয়ার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। তবে অল্পের জন্য তা এড়ানো গিয়েছে। আশপাশের গাড়ি ও তর যাত্রীরা, পথচলতি মানুষ এজন্য রক্ষা পান। এই দুর্ঘটনার জন্য কোনা এক্সপ্রেসওয়ের একটি লেন দেড় ঘণ্টা বন্ধ রাখা হয়। তারফলে স্বভাবতই যানজট তৈরি হয়। ফলে বিপুল সমস্যা তৈরি হয়। অনেক যাত্রীই ক্ষুব্ধ হন। এদিকে, একটি লেন দিয়ে দুই দিকের গাড়ি যাতায়াত করে। এদিকে ঘটনাস্থলে যানজট নিয়ন্ত্রণ করতে সেখানে সাঁতরাগাছি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা পৌঁছন। ততক্ষণে ভোগান্তি চলে যাত্রীদের।
এদিকে, এই ভয়াবহ কাণ্ড কীভাবে ঘটে গেল তা খতিয়ে দেখতে রাজ্য পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা পরিদরশনে যান। অন্যদিকে যেহেতু একদিকের লেন দিয়ে গাড়ি চলছিল, তাই গাড়ি খুবই দীরগতিতে চলছিল। ফলে ট্রাফিকের হাল বেহাল পর্যায়ে চলে যায়। পূর্ব দফতরের ইঞ্জিনিয়াররা ঘটনার তদন্ত করছেন বলে খবর।