বেশ দ্রুত গতিতে সাগরে এগিয়ে চলেছে নিম্নচাপটি। এটি ... more
বেশ দ্রুত গতিতে সাগরে এগিয়ে চলেছে নিম্নচাপটি। এটি পরবর্তীকালে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিণত হবে। গতরাতে আইএমডি-র বুলেটিন অনুযায়ী, নিম্নচাপটি ঘণ্টায় ১৮ কিমি বেগে এগিয়ে চলেছে সাগরের বুক চিড়ে।
1/8পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি দ্রুত গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। গত ৬ ঘণ্টায় ১৮ কিমি প্রতি ঘণ্টা বেগে এটি এগিয়েছে। ২২ অক্টোবর সন্ধ্যায় এই নিম্নচাপটি পূর্বমধ্য বঙ্গোপসাগরের উপরে পোর্ট ব্লেয়ারের প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণপূর্বে ৮৬০ কিমি এবং বরিশাল (বাংলাদেশ) থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। (AFP)
2/8এই সিস্টেমটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আজ সকালেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপরে, এটি ২৪ অক্টোবর সকালের মধ্যে ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগিয়ে গিয়ে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এবং তিনকোণা দ্বীপ এবং সন্দ্বীপের মাঝে দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। (AFP)
3/8এদিকে কালীপুজোর দিন থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। ২৪ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ৭০ থেকে ২০০ মিমি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরে জারি থাকছে হলুদ সতর্কতা। এখানে ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্য পিটিআই) (AFP)
4/8২৫ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেদিন হলুদ সতর্কতা জারি থাকবে এই তিন জেলায়। সেদিন এই তিন জেলায় ৭০ থএকে ১১০ মিমি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (AFP)
5/8এছাড়া ২৪ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪৫ – ৫৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটারে। (ছবি সৌজন্যে পিটিআই) (AFP)
6/8এদিকে এই দু’দিনই কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে মাঝারি বর্ষণ হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ – ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (AFP)
7/8২৫ অক্টোবর হাওয়ার গতি বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সেদিন ঘণ্টায় ৮০ – ৯০ কিলোমিটার বেগে ঝড় বইবে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৬০ – ৭০ কিলোমিটার বেগে ঝড় বইবে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (AFP)
8/8মৎস্যজীবীদের ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদের শনিবারের মধ্যে ফিরে আসতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও অন্যান্য পুরসভায় নীচু এলাকায় জল জমতে পারে। পাাপাশি পকূলবর্তী এলাকায় ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই০ (AFP)