বাংলা নিউজ > বাংলার মুখ > হাওড়ায় দুদিন ধরে মায়ের দেহ আগলে মেয়ে, বাড়িতেই সমাধি দেওয়ার ইচ্ছা

হাওড়ায় দুদিন ধরে মায়ের দেহ আগলে মেয়ে, বাড়িতেই সমাধি দেওয়ার ইচ্ছা

এলাকায় কৌতুহলী মানুষের ভিড়।

মৃতের বড় ছেলে বলেন, মা আর বোন ছিল। আমি ২০০০ সাল থেকে এখানে থাকি না। আমি কিছু বলতে পারব না। বিকালে আমি জানতে পেরেছি। অপর এক প্রতিবেশী মহিলা বলেন, ওর দাদা বার বার বুঝিয়েছেন। পরে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে।

ঠিক যেন রবিনসনকাণ্ডের ছায়া। দুদিন ধরে মায়ের দেহ আগলে মেয়ে। হাওড়ার জগাছা থানার নন্দীপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম মিনতি কুন্ডু। মঙ্গলবার বিকালে ঘটনার কথা প্রকাশ্য়ে আসে। এরপরই এনিয়ে শোরগোল পড়ে যায়। মেয়ে তার দাদার কাছেও মায়ের মৃত্যু সংবাদ জানানি।

এদিকে মাকে বাড়িতেই সমাধি দিতে চান মেয়ে। এনিয়ে তিনি প্রতিবেশীদেরও বলেন। এদিকে তাঁকে বার বার বলা হলেও তিনি জানিয়ে দেন মাকে তিনি বাড়িতেই সমাধি দেবেন। এনিয়ে তার দাদাও বোনকে বোঝানোর চেষ্টা করেন।

এদিকে মৃতের দাদার দাবি, বোনের কোনও মানসিক সমস্যা ছিল না। হয়তো একলা থাকতে থাকতে মানসিক সমস্যা হয়েছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। দেহটিতে পচন ধরতে শুরু করেছে।

এক প্রতিবেশী মহিলা বলেন, রবিবার মা মারা গিয়েছে বলে মেয়েটি আমাদের জানিয়েছে। কিন্তু তিনি বুঝতে পারেননি। ওরা কারোর সঙ্গে বিশেষ মিশতেন না। মৃতের বড় ছেলে বলেন, মা আর বোন ছিল। আমি ২০০০ সাল থেকে এখানে থাকি না। আমি কিছু বলতে পারব না। বিকালে আমি জানতে পেরেছি। অপর এক প্রতিবেশী মহিলা বলেন, ওর দাদা বার বার বুঝিয়েছেন। পরে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে।

বন্ধ করুন