বাংলা নিউজ > বাংলার মুখ > Debangshu on SC Hearing: বিচারপতির 'কন্ট্রাকচুয়াল কর্মী' মন্তব্যের সঙ্গে সঞ্জয় রায়কে জুড়ে কীসের ইঙ্গিত দেবাংশুর?

Debangshu on SC Hearing: বিচারপতির 'কন্ট্রাকচুয়াল কর্মী' মন্তব্যের সঙ্গে সঞ্জয় রায়কে জুড়ে কীসের ইঙ্গিত দেবাংশুর?

দেবাংশু ভট্টাচার্য (ফাইল ছবি)

আর জি কর কাণ্ডে কলকাতা পুলিশের হাতে ধৃত সঞ্জয় রায়ই কি প্রকৃত অপরাধী? এই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। সেই জবাব আসার আগেই ফেসবুকে কীসের ইঙ্গিত দিলেন দেবাংশু?

'অপরাধ সংগঠিত হয়েছে একজন কন্ট্রাক্টচুয়াল কর্মী দ্বারা...!' প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মন্তব্যের কেবলমাত্র এই অংশটুকু হাতিয়ার করে ফের একবার আর জি কর কাণ্ডে কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসনের কর্মদক্ষতা প্রমাণ করতে চাইলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য

শীর্ষ আদালতে আর জি কর মামলায় মঙ্গলবারের শুনানি শেষ হওয়ার পর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন দেবাংশু। তাতে তিনি লেখেন, তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট জমা করেছে সিবিআই। সেই রিপোর্ট পড়ার পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের একাধিক মন্তব্যের একটি অংশ অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরেছেন তৃণমূলের এই যুব নেতা।

তিনি লিখেছেন, 'বিচারপতি বললেন, এই অপরাধ সংগঠিত হয়েছে একজন কন্ট্রাক্টচুয়াল কর্মী দ্বারা।...' দেবাংশুর এই পোস্ট থেকেই স্পষ্ট যে তিনি আর জি কর কাণ্ডে চুক্তিভিত্তিক এক কর্মীর জড়িতে থাকার বিষয়টির উপরেই গুরুত্ব অরোপ করেছেন।

প্রসঙ্গত, সংশ্লিষ্ট ধর্ষণ খুনের মামলায় প্রথমেই যাঁকে গ্রেফতার করা হয়েছিল, তাঁর নাম সঞ্জয় রায়। তিনি একজন সিভিক ভলান্টিয়ার। অর্থাৎ, রাজ্য সরকারের অধীনস্ত একজন চুক্তিভিত্তিক কর্মী। সিবিআই তদন্ত শুরু হওয়ার আগে কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতার করে।

রাজ্যের শাসক শিবির প্রথম থেকেই দাবি করে আসছে, আর জি কর কাণ্ডে অত্যন্ত তৎপরতা ও দক্ষতার সঙ্গে কাজ করেছে কলকাতা পুলিশ। সেই কারণেই মূল অভিযুক্তকে অত্যন্ত দ্রুততার সঙ্গে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে।

যদিও রাজ্যের এই যুক্তি মানতে নারাজ নির্যাতিতার পরিবার থেকে শুরু করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক-সহ আমজনতার একটা বড় অংশ। অধিকাংশেরই বক্তব্য, অপরাধের ধরন দেখেই বোঝা যাচ্ছে, এই ধর্ষণ ও হত্যা ধৃত সঞ্জয়ের একার কাজ হতে পারে না।

এই অবস্থায় মঙ্গলবার শীর্ষ আদালতে ফের একবার আর জি কর মামলার শুনানি হয়। সেই শুনানিতে মুখবন্ধ খামে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। পরবর্তীতে শুনানি চলাকালীন হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে প্রধান বিচারপতি আশঙ্কা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট অপরাধে একজন চুক্তিভিত্তিক কর্মী যুক্ত রয়েছেন। কাজেই, আবারও যদি চুক্তিভিত্তিক কর্মীদের উপরেই হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়, তাহলে তরুণী চিকিৎসক পড়ুয়ারা কীভাবে নিজেদের নিরাপদ মনে করবেন?

দেবাংশু প্রধান বিচারপতির পুরো বক্তব্যের মধ্যে, কেবলমাত্র প্রতিবেদনের একেবারে প্রথমেই উল্লেখিত অংশটুকু বেছে নিয়ে এবং সেই অংশটুকু সোশাল মিডিয়ায় তুলে ধরে বোঝাতে চেয়েছেন, রাজ্যের পুলিশ ও প্রশাসন আদতে প্রথম থেকেই সঠিক পথে তদন্ত করেছে এবং সঠিক ব্যক্তিকেই গ্রেফতার করেছে।

যদিও দেবাংশুর এই পোস্টে তীর্যক মন্তব্য করতে ছাড়ছেন না নেটিজেনরা । অনেকেই পাল্টা যুক্তি পেশ করছেন। সুপ্রিম কোর্টে এদিনও যেভাবে রাজ্য সরকার নানা প্রশ্নের মুখে পড়েছে, তা নিয়েও দেবাংশুকে খোঁচা দিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, এদিন কলকাতায় নিম্ন আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আর জি কর কাণ্ডে গণধর্ষণের কোনও প্রমাণ তারা পায়নি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.