বাংলা নিউজ > বাংলার মুখ > Judges complex attack: ‘একটু নেশা করে ফেলেছিলাম, বুঝতে পারিনি ওটা… ’ বিচারকের আবাসনে দুষ্কৃতী হানায় ধৃতের স্বীকারোক্তি

Judges complex attack: ‘একটু নেশা করে ফেলেছিলাম, বুঝতে পারিনি ওটা… ’ বিচারকের আবাসনে দুষ্কৃতী হানায় ধৃতের স্বীকারোক্তি

রাতের অন্ধকারে ডায়মন্ডহারবারে বিচারকের বাড়ির আশপাশে ঘোরাফেরর অভিযোগ উঠছে সন্দেহভাজনদের নিয়ে।

ধৃত হিরন্ময়কে প্রশ্ন করতেই তাঁর দাবি, ‘সেদিন ওখানে ভেলা ভাসানো ছিল। ভেলা ভাসানোর দিনে সেখানে একটু নেশা করে ফেলেছিলাম, শুধু নিচে নেমে একটু উঠেছি।’

ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনের বাইরে রাতের অন্ধকারে বাইক নিয়ে দুষ্কৃতীদের আনাগোনার অভিযোগ ওঠে। ঘটনা ঘিরে আশঙ্কা প্রকাশ করে সদ্য দক্ষিণ ২৪ পরগনার জেলা জজকে চিঠি দিয়েছেন ডায়মন্ডহারবার মহকুমা আদালতের এসিজেএম সহ তিনজন বিচারক। ঘটনার পরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১ জনকে। ধৃতের নাম হিরন্ময় গায়েন। প্রশ্ন উঠছে, কেন তিনি বিচারকদের আবাসনে সেই রাতে গিয়েছিলেন?

ধৃত হিরন্ময়কে প্রশ্ন করতেই তাঁর দাবি, ‘সেদিন ওখানে ভেলা ভাসানো ছিল। ভেলা ভাসানোর দিনে সেখানে একটু নেশা করে ফেলেছিলাম, শুধু নিচে নেমে একটু উঠেছি।’ এরই সঙ্গে তাঁর সাফই,'আর কিছু জানিনা আমি, পুলিশ আমাকে ধরে এনেছে,আমি শুধু নেমেছি, জাস্ট নেমে উঠে এসেছি। নেশা করেছিলাম, বুঝতে পারিনি ওটা আবাসন।' এর আগে, মঙ্গলবার ডায়মন্ডহারবারে বিচারকের আবাসনে দুষ্কৃতীদের হামলার অভিযোগ ওঠে। এদিকে, একইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন পুলিশকে ক্লোজ করা হয়েছে। জানা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছেন জেলা পুলিশের পক্ষ থেকে। এদিকে, সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে কালো কাপড় বেঁধে এক দুষ্কৃতীকে বাইরে ঘোরাঘুরি করতে। ইলেকট্রিক লাইন কাটা ও জলের লাইন কাটা ঘিরে যে অভিযোগ রয়েছে তার, পুরো বিষয়টি বিদ্যুৎ দপ্তর ও অন্যান্য বিভাগের সঙ্গে কথা বলবেন পুলিশ আধিকারিকরা, বলে জানা যাচ্ছে।

( Kolkata Metro new App: পুজোর আগে বড় খবর! এবার স্টেশন পৌঁছনোর আগেই কাটা যাবে মেট্রোর টিকিট, মেয়াদ ১২ ঘণ্টা, এল 'অ্যাপ')

এদিকে, আরজি কর কাণ্ডের আবহে গোটা বাংলা গর্জে উঠছে। তার মধ্যে ডায়মন্ডবারবারে দুষ্কৃতী তাণ্ডব আরও বেশ কিছু প্রশ্ন তুলে ধরছে। খোদ রাজ্যের বিচারকদের নিরাপত্তা নিয়েই এই ঘটনায় সওয়াল উঠেছে। এদিকে, বহু রিপোর্টে দাবি করা হচ্ছে, ডায়মন্ডহারবারের কাণ্ডে পৈলান পুলিশ হেডকোয়াটার্সের কিছু পুলিশ কর্মীর নাম জড়িয়েছে। তথ্য বলছে, বিচারকরা চিঠিতে লিখেছেন শিশুদের যৌন হেনস্থার পকসো মামলায় একটি নির্দেশ দেওয়ার পরেই এই ঘটনা ঘটেছে। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছেও একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, রাতের বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এই ঘটনা ঘটেছে।

 

 

 

 

 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

৭৬৩ বছর ধরে পূজিত হন ‘বুড়ো মা’, রানাঘাটের এই পুজোর নেপথ্যে চমকপ্রদ ইতিহাস Bahurupi Review: ‘এটা রক্তবীজের বাপ…সময়োপযোগী', বহুরূপীর রিভিউ দিলেন কৌশিক ধ্রুপদী শিরোপার মান রাখতে বেসরকারি স্কুলে বাংলা ফেরাতে উদ্যোগী রাজ্য ভিডিয়ো: এবি ডি'ভিলিয়ার্সের ব্যাটিং দুর্বলতা কী? পার্থিব প্যাটেলের মজার উত্তর আরজি কর কাণ্ডে নয়া তথ্য, 'তৃণমূলী ডাক্তারকে' নিয়ে আদালতে বিস্ফোরক CBI মা দুর্গার সপরিবার ‘পেনসিল’ অবতার! ক্ষুদ্রতম প্রতিমা গড়ে তাক লাগালেন দেবতোষ 'সরকার গড়তে না পারলে বিজেপি কাশ্মীরে…' ভোটের ফলাফল ঘোষণার আগে বড় কথা ওমরের চামারিকেই ভয়, প্ল্যান তৈরি রেনুকার! শ্রীলঙ্কা নয়, স্মৃতির ভাবনায় অস্ট্রেলিয়া… মা ড্যান্স ফ্লোরে নাচছে, পার্টি করতে ভালোবাসে জেনে গেছে আলিয়া কন্যা রাহা ‘দশ বছর আগেও নগ্ন করেছিলেন, আবার করলেন...’ সৌরভের প্রশ্ন পরিচালককে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.