পদ্মশ্রীতে সম্মানিত হচ্ছেন বিষ্ণুপুরী ঘরানার সেতারবাদক মণিলাল নাগ। ৮১ বছর বয়সী শিল্পী দেশের প্রায় সমস্ত সংগীত সম্মেলনে তাঁর সুরের মূর্ছনা ছড়িয়েছেন। বিশেষজ্ঞদের মতে, মণিলাল নাগের সম্মানিত হওয়া শুধু তাঁর প্রাপ্তি নয়, প্রাপ্তি বিষ্ণুপুরী ঘরানার। যা বাংলার একমাত্র শাস্ত্রীয় সংগীতের ঘরানা।
১৯৩৯ সালে বাঁকুড়ায় জন্ম মণিলালবাবুর। বাবা গোকুল নাগের কাছে তাঁর সেতার শিক্ষা। ১৯৫৩ সালে সারা ভারত সঙ্গীত সম্মেলনে প্রথম সেতার পরিবেশন করেন তিনি। এছাড়া আকাশবাণী সঙ্গীত সম্মেলনেও একাধিকবার সেতার পরিবেশন করেছেন তিনি। ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত সঙ্গীত রিসার্চ একাডেমির সদস্য ছিলেন তিনি।
২০০১ সালে সঙ্গীত নাটক অকাডেমি পুরস্কার পান মণিলালবাবু। ২০০৮ সালে পান এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক। এছাড়া বঙ্গ বিভূষণ, ডোভার লেন সঙ্গীত সম্মানের মতো অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। সেতারের সুরে মুগ্ধ করেছেন দেশ বিদেশের শ্রোতাদের।