বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাঘের দেখা পাওয়া যেতেই বক্সায় বন্ধ জঙ্গল সাফারি

বাঘের দেখা পাওয়া যেতেই বক্সায় বন্ধ জঙ্গল সাফারি

বক্সায় সাফারি। প্রতীকি ছবি

বনমন্ত্রী জানিয়েছেন, বক্সায় বাঘের সংখ্যা ও লিঙ্গ জানার জন্য বনকর্মীরা জঙ্গলে নজরদারি চালাবে। সেজন্য কয়েকদিন জঙ্গল সাফারি বন্ধ রাখা হয়েছে।

বাঘের দেখতে পাওয়ার পরে বক্সায় জঙ্গল সাফারি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বন দফতর। রবিবার একথা জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানিয়েছেন ৮ -১০ দিন বন্ধ থাকবে সাফারি।

শনিবার বক্সার জঙ্গলে বাঘের দেখা পাওয়ার কথা জানায় বন দফতপ। ট্র্যাপ ক্যামেরায় তোলা ছবি প্রকাশ করে জানানো হয়, শুক্রবার গভীর রাতে জঙ্গলে লাগানো ক্যামেরায় বাঘের ছবি উঠেছে। তার কয়েকদিন আগে বক্সার জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। তার পরই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় বন দফতর।

বনমন্ত্রী জানিয়েছেন, বক্সায় বাঘের সংখ্যা ও লিঙ্গ জানার জন্য বনকর্মীরা জঙ্গলে নজরদারি চালাবে। সেজন্য কয়েকদিন জঙ্গল সাফারি বন্ধ রাখা হয়েছে। বনবস্তিগুলিকে জাল দিয়ে ঘেরা যায় কি না তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। মঙ্গলবার কলকাতা থেকে ৪ সদস্যের বিশেষজ্ঞ দল বক্সা যাবেন।

এদিন বক্সার জঙ্গলে জয়ন্তী নদীর পাড়ে একটি প্রাক্তবয়স্ক হাতিকে দেখা যায়। যে জঙ্গলে বাঘের খোঁজ পাওয়া গিয়েছে সেখান থেকে নদী পার করে জয়ন্তী রেঞ্জে ঢোকে হাতিটি। তার পর ফের ধীরে ধীরে জঙ্গলের গভীরে প্রবেশ করে সে। হাতি দেখতে রাস্তার ওপর ভিড় করেন পর্যটকরা।

বিশেষজ্ঞরা বলছেন, বক্সায় বাঘের বসত নিশ্চিত করতে জঙ্গলের পরিবেশ আরও নিরুপদ্রব করতে হবে। সেজন্য পর্যটকদের গতিবিধতে রাশ টানার পক্ষে সওয়াল করেছেন তাঁরা।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

গণহারে ছাঁটাই! পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ বাবর-শাহিন-নাসিম ৭ রাশির কর্মজীবনে আসবে দুর্দান্ত সাফল্য, দেখুন কী বলছে সাপ্তাহিক ট্যারো রাশিফল বিহারে দশমীর ভোরে গুলি, পুজো মণ্ডপের কাছেই রক্তাক্ত চার যুবক ‘মুখ্যমন্ত্রী তো উৎসবে! আমরা রান্না করিনি বাড়িতে,’ অরন্ধনে নির্যাতিতার পরিবার সম্পত্তির লোভে বাবা–মাকে খুন! দুর্গাপুরে অভিযুক্ত ছেলে–বৌমাকে আটক করল পুলিশ ভাঁড়ে জমানো টাকা জুনিয়র ডাক্তারদের দিল খুদে! অনশন ভাঙার পরে খেতে বলল সেটা দিয়ে বিয়ের পর প্রথম পুজো, বিজয়ায় সিঁদুরে রাঙা দর্শনা, বাছলেন টুকটুকে লাল শাড়ি চার-ছক্কায় সর্বাধিক রান, বাংলাদেশের বিরুদ্ধে তাণ্ডব চালিয়ে বিশ্বরেকর্ড ভারতের বড় ডিজাইনাররাও ‘বহিরগত’দের পোশাক দেন না! বলিউড নিয়ে আর কী ক্ষোভ জানলেন মীরা? মায়ানগরীতেই লিভ ইনে বাবা! মাকে নিয়ে সারা-জারা মুম্বই যেতে, কী প্রতিক্রিয়া যিশুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.