
ভোট আসতে দিন, তৃণমূলে শুধু একা থাকবেন দিদি: অমিত শাহ
১ মিনিটে পড়ুন . Updated: 19 Dec 2020, 04:29 PM IST- বলেন, শুভেন্দুকে যারা বিশ্বাসঘাতক বলছেন তাদের কাছে প্রশ্ন, তারা কি দল ভাঙেননি। তৃণমূল কংগ্রেস তাহলে কীভাবে তৈরি হলো?
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন সুরে গলা চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, সেই দিন বেশি দেরি নেই, যখন তৃণমূলে একা থাকবেন দিদি। এদিন শুভেন্দুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার যে অভিযোগ তৃণমূল তুলেছে তারও বিরোধিতা করেন অমিত শাহ। সদর্পে ঘোষণা করেন, ২০২১-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন পাবে বিজেপি।
এদিন ভাষণের শুরুতে, শহিদ ক্ষুদিরাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহাপুরুষদের স্মরণ করেন শাহ। এর পর শুভেন্দুকে আক্রমণ করায় পালটা তৃণমূলকে আক্রমণ করেন তিনি। বলেন, শুভেন্দুকে যারা বিশ্বাসঘাতক বলছেন তাদের কাছে প্রশ্ন, তারা কি দল ভাঙেননি। তৃণমূল কংগ্রেস তাহলে কীভাবে তৈরি হলো?
তৃণমূলকে আক্রমণ করে শাহ বলেন, ‘তৃণমূল কংগ্রেসের স্লোগান মা-মাটি-মানুষ, আসলে তোলাবাজি, তোষণ ও স্বজনপোষণে পরিণত হয়েছে।’ মমতাকে উদ্দেশ করে শাহ বলেন, ‘আজ রাজ্যের সাংসদ, বিধায়ক-সহ একঝাঁক নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। দিদি, ভোট আসতে দিন, তৃণমূলে শুধু আপনি একা থাকবেন।’
এদিনের সভা থেকে ফের রাজ্যে ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসার হুঙ্কার ছাড়েন শাহ। বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়রথ কেউ রুখতে পারবে না।