শত্রুঘ্ন সিনহা, অগ্নিমিত্রা পালের পর এবার উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার পড়ল এলাকায়। 'সন্ধান চাই' লেখা একাধিক পোস্টার পড়েছে উত্তরপাড়া পুরসভার ৬ নং ওয়ার্ডে। কে বা কার ওই পোস্টার লাগিয়েছে তা জানা না গেলেও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
তৃণমূল অবশ্য এই পোস্টারের জন্য বিজেপির দিকে আঙুল তুলছে। স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, বিধায়ক কাঞ্চন মল্লিক নিয়মিত এলাকায় আসেন, এলাকার মানুষের সমস্যার কথা শোনেন। যদিও বিজেপির দাবি, বিধায়ক এলাকায় সব সময় আসেন না। দুর্গাপুজোর সময় দু-একটি বড় পুজোতে তাঁকে দেখা গেলেও কালীপুজোর সময় তিনি আসেননি।
কাঞ্চন এই অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেন, 'বিরোধী দলই এ কাজ করেছে। আমি আজও এলাকায় রয়েছি। আমায় যদি খুঁজে না পাওয়া যায়, তবে কি এলাকয় আমার ভূত ঘুরে বেড়াচ্ছে?'
শুক্রবারই কুলটিতে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ে। ওই দিনই আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নামেও পোস্টার পড়ে এলাকায়। কে বা কারা ওই দিয়েছে তা জানা যায়নি। তৃণমূল-বিজেপি দু'পক্ষই পোস্টারের জন্য পরস্পরের দিকে আঙুল তুলেছে।