বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'নিজের স্বার্থে বিজেপিতে শুভেন্দু', বর্ষাল না ‘দাদার অনুগামীদের’ গগনভেদী গর্জন

'নিজের স্বার্থে বিজেপিতে শুভেন্দু', বর্ষাল না ‘দাদার অনুগামীদের’ গগনভেদী গর্জন

অমিত শাহের মঞ্চে শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্য এএনআই)

শুভেন্দু-ঘনিষ্ঠ এক নেতা বলেন, 'নিজের স্বার্থে বিজেপিতে গিয়েছেন শুভেন্দু।'

'দাদার অনুগামী' ব্যানারের তলায় কর্মসূচি চলেছে প্রায় একমাস। তখন তাঁর মুখে বারবার উঠে এসেছিল মেদিনীপুরের প্রসঙ্গ। কিন্তু দলবদলের প্রথমদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মঞ্চে শুভেন্দু অধিকারীর পাশে দেখা গেল পূর্ব মেদিনীপুরের মাত্র এক তৃণমূল নেতা তথা বিধায়ক বনশ্রী মাইতিকে। পূর্ব মেদিনীপুরের বাকি যে দুই বিধায়ক দলবদল করেছেন, তাঁরা হলেন সিপিআই নেতা অশোক দিন্দা এবং বাম নেত্রী তাপসী মণ্ডল। আর এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কৃতিত্বের কৃতিত্ব রয়েছে শ্যামল মাইতির। তাহলে মেদিনীপুর জুড়ে যোগ দেওয়ার যে আওয়াজ তিনি তুলেছিলেন তা কী হল?‌ উঠছে প্রশ্ন।

পশ্চিম মেদিনীপুরের কলেজিয়েট স্কুলের ময়দানে বিজেপি‌র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। সভা মঞ্চে বক্তৃতা করার সময় শুভেন্দু আগের মতোই ফের উসকে দিয়েছেন মেদিনীপুরের আবেগ। তাঁর বক্তব্যে উঠে এসেছে অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলন, তাম্রলিপ্ত জাতীয় সরকার, শহিদ ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, বিদ্যাসাগরের কথা। কিন্তু মেদিনীপুরের সেই মাটির সমর্থন তিনি পেলেন কী?‌ উঠছে প্রশ্ন।

কিন্তু শুভেন্দু যে অবিভক্ত মেদিনীপুরে গৌরবের কথা বারবার বলছেন, সেই মেদিনীপুরের মধ্যে কেবল পূর্বের এক সদ্য দলত্যাগী তৃণমূল বিধায়ক বনশ্রীর মতো জেলা নেতৃত্ব ছাড়া তেমন আর কেউ তাঁর পাশে ছিলেন না। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের কোনও বিধায়ক বা ব্লক সভাপতি এদিন ওই দলবদলের সভায় ছিলেন না। তৃণমূল ছেড়ে শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যোগদান দেওয়ার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের একাধিক বিধায়ক এবং নেতার নাম শোনা গিয়েছিল। অবশ্য শনিবারের সভায় দলবদল ঘিরে তাঁরা প্রকাশ্যে কোনও স্পষ্ট মন্তব্য করেননি। শুভেন্দুর সঙ্গে তৃণমূলের পূর্ব মেদিনীপুরের তাঁর অন্য কোনও অনুগামীকে দেখা গেল না কেন?

নামপ্রকাশে অনিচ্ছুক শুভেন্দু-ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার কথায়, ‘সবাই যাবে এটা আশা করা অন্যায়। কারণ তিনি বিজেপিতে গিয়েছেন তাঁর স্বার্থে। তাতে আমাদের কী লাভ হল?‌ আমাদের তো সেই খেটেই খেতে হবে। কী সুবিধা পাওয়া যাবে, তাই আগে জানানো হোক। তারপর বিজেপিতে যাব। তৃণমূলে তো ভালোই আছি। কেউ বিরক্ত করার নেই।’ তৃণমূলের জেলা কো–অর্ডিনেটর অখিল গিরি বলেন, ‘শুভেন্দু ছাড়া দলের একজন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। বাকি বিধায়ক ও অধিকাংশ নেতৃত্ব তৃণমূলেই রয়েছেন।’

বাংলার মুখ খবর

Latest News

মঙ্গলদই লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য বীরভূমের বিজেপি প্রার্থী কোটিপতি, এক বছরেই তিন গুণ আয় বৃদ্ধি, দাবি হলফনামায় এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায় মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী ইউপিএসসি ২০২৫-এর পরীক্ষার তারিখ প্রকাশ্যে, CSE, CDS কবে? রইল ক্যালেন্ডার

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.