গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১ জনের। আহত ৪। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানা এলাকার দোস্তিপুর মোড়ের ঘটনা। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে ফলতা থেকে ডায়মন্ড হারবার যাচ্ছিল একটি ছোট চারচাকা গাড়ি। উলটো দিক থেকে আসছিল একটি অটো। ১১৭ নম্বর জাতীয় সড়কে দোস্তিপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে ধাক্কা মারে গাড়িটি। গুরুতর আহত হন অটো চালক ও একাধিক যাত্রী। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে মৃতের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘাতক গাড়িটি আটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করেছে তারা। এই ঘটনার জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কে সাময়িক যানজট তৈরি হয়। মৃতের পরিচয় জানার চেষ্টা করছেন আধিকারিকরা।