বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Maina Murder: ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও ১ তৃণমূল কর্মী, ছয়দিনে মোট ধৃত ৪

Maina Murder: ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও ১ তৃণমূল কর্মী, ছয়দিনে মোট ধৃত ৪

বিজেপি নেতা খুনে আরও এক গ্রেফতার (প্রতীকী ছবি)

এর আগে শনিবার আরও ২ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই সুব্রতর খোঁজ পায় পুলিশ।

পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে আরও ১ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুব্রত মণ্ডল। পুলিশ সূত্রে খবর এলাকায় তিনি তৃণমূল কর্মী বলে পরিচিত। এই নিয়ে ময়নায় বিজেপি নেতা খুনে মোট ৪ জনকে গ্রেফতার করল পুলিশ।

এর আগে শনিবার আরও ২ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই সুব্রতর খোঁজ পায় পুলিশ। যদিও তাঁর নাম বিজয়কৃষ্ণের পরিবারের দেওয়া অভিযুক্তের তালিকায় নেই।

গত ১ মে ময়নায় খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া। অপহরণ করে তাঁকে খুনের অভিযোগ তোলে পরিবার। ৩৪ জনের নামে এফআইআর করে নিহত বিজেপি নেতার পরিবার। এর আগে গত বৃহস্পতিবার মিলন মল্লিক নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। 

(পড়তে পারেন। ময়নায় BJP নেতা খুনে গ্রেফতার আরও ২, আদালতের চোখে ধুলো দেওয়ার চেষ্টা, দাবি পরিবার)

পরে শনিবার নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডলকেও গ্রেফতার করে পুলিশ। এঁদের তিনজনের নামই এফআইআর-এ ছিল। কিন্তু সুব্রত মণ্ডলের নাম তালিকায় নেই। বাকিদের জিজ্ঞাসাবাদ করে সুব্রতর হদিশ পায় পুলিশ। বিজেপি নেতা খুনে এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হল।

তবে পুলিশের তদন্তে খুশি নয় বিজয়কৃষ্ণের পরিবার। তাঁদের দাবি, সিবিআই তদন্ত। পরিবারের অভিযোগ সিবিআই তদন্ত ঠেকাতেই বেছে গ্রেফতার করা হচ্ছে। 

(পড়তে পারেন। এবার সরাসরি কাঁচা বাঁশ দিয়ে মারার নিদান দিলেন দিলীপ ঘোষ, তোলপাড় রাজনীতি)

বন্ধ করুন