বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাস্তায় পোড়ানো হল ১০০ কেজি গাঁজা, কুড়োতে হুড়োহুড়ি দেগঙ্গায়

রাস্তায় পোড়ানো হল ১০০ কেজি গাঁজা, কুড়োতে হুড়োহুড়ি দেগঙ্গায়

রাস্তায় পুড়ছে গাঁজা। ছবি : সংগৃহীত

দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রতন বিশ্বাস নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেশ কয়েকদিন ধরেই দেগঙ্গার বেড়াচাপা বাজারে রমরমিয়ে চলছিল গাঁজার অবৈধ ব্যবসা। আর তার জেরে এলাকায় বাড়ছিল মাদক আসক্ত, সমাজবিরোধীদের আনা গোনা। বহু বার বিক্ষোভ দেখিয়ে, থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তাই শেষমেশ এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ রুখতে এবার চরম পদক্ষেপ নিলেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার দুপুর ১২টা নাগাদ ২ গাঁজা ব্যবসায়ী মাথায় মাদক–ভর্তি বস্তা নিয়ে এলাকায় ঢুকছিল। তখনই তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। একজন পালিয়ে গেলেও আরেক ব্যবসায়ীর কাছ থেকে ওই বস্তা ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেন স্থানীয়রা। রাস্তায় পড়ে যায় প্রায় ১০০ কেজি গাঁজা। আর তাতেই আগুন ধরিয়ে দেওয়া হয়।

এরই মধ্যে ওই আগুনের মাঝেই যদি কিছু গাঁজা পাওয়া যায় তা নিতে হুড়োহুড়ি পড়ে যায় রাস্তায়। আর এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে টাকি রোড। দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রতন বিশ্বাস নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বন্ধ করুন