বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > North Bengal Investment: ছবিটাই বদলে যাবে! উত্তরবঙ্গে স্বাস্থ্যখাতে বিনিয়োগ এক হাজার কোটি

North Bengal Investment: ছবিটাই বদলে যাবে! উত্তরবঙ্গে স্বাস্থ্যখাতে বিনিয়োগ এক হাজার কোটি

উত্তরবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে বড় বিনিয়োগের সম্ভাবনা (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

উত্তরবঙ্গের রায়গঞ্জের পানিশালাতে একটা সময় এইমস হবে বলে কথা হয়েছিল। কিন্তু সেটা শেষ পর্যন্ত বাস্তবে রূপ পায়নি। এরপর তিস্তা দিয়ে অনেক জল গড়িয়ে যায়। তবে এবার ফের স্বাস্থ্য ক্ষেত্রে বড় বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।

এবার উত্তরবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে বড় বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল হল। শুক্রবার শিলিগুড়িতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের উত্তরবঙ্গ শাখার সম্মেলন আয়োজিত হয়েছিল। সেখানেই বিপুল বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। সিআইআইয়ের একাংশের দাবি শুধু শিলিগুড়িকেন্দ্রিক গোটা বিষয়টি নয়। এবার একেবারে গোটা উত্তরবঙ্গ জুড়ে ছড়ানো থাকবে স্বাস্থ্য পরিকাঠামোর ব্যবস্থা।

উত্তরবঙ্গের রায়গঞ্জের পানিশালাতে একটা সময় এইমস হবে বলে কথা হয়েছিল। কিন্তু সেটা শেষ পর্যন্ত বাস্তবে রূপ পায়নি। এরপর তিস্তা দিয়ে অনেক জল গড়িয়ে যায়। তবে এবার ফের স্বাস্থ্য ক্ষেত্রে বড় বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।

কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে?

এইমস না হলেও উত্তর দিনাজপুর জেলা ২০০ কোটি টাকা খরচে অত্যাধুনিক হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে। শিলিগুড়ির রাঙাপানিতে একটি বেসরকারি সংস্থা ক্যান্সার হাসপাতালে আরও ২০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে। শিলিগুড়ির ঘোষপুকুরের কাছে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে মেডিক্যাল এডুকেশন সেন্টার তৈরি হচ্ছে। সেখানে হাসপাতাল তো হবেই। সেই সঙ্গেই নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল কলেজ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিলিগুড়িতে স্বাস্থ্যক্ষেত্রে আরও ২০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এদিন সিআইআইয়ের সভাতে স্বাস্থ্য সচিব নিজেও হাজির ছিলেন। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাজ্য সরকার স্বাস্থ্যক্ষেত্রে অনেক কাজ করছে। তবে কেবলমাত্র রাজ্য সরকারের একার পক্ষে মানুষের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কাজ করা সম্ভব নয়। এজন্য় বেসরকারি উদ্যোগপতিদের দরকার। সিআইআইয়ের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে স্বাস্থ্য খাতে বিনিয়োগ ক্রমশ বাড়ছে।

আসলে ওয়াকিবহাল মহলের মতে, উত্তরবঙ্গে স্বাস্থ্যখাতে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। কারণ বিহার অসমের একটা বড় অংশ উত্তরবঙ্গে চিকিৎসার জন্য় আসেন। আবার নেপাল থেকেও রোগীরা শিলিগুড়িতে আসেন।সব মিলিয়ে উত্তরবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর বিনিয়োগের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে।

 

বন্ধ করুন