বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Balason River Viral Video: জলস্তর বৃদ্ধিতে মাঝ নদীতে আটকে পড়েন ১১ পড়ুয়া! ৮ ঘণ্টার চেষ্টায় উদ্ধার সবাই

Balason River Viral Video: জলস্তর বৃদ্ধিতে মাঝ নদীতে আটকে পড়েন ১১ পড়ুয়া! ৮ ঘণ্টার চেষ্টায় উদ্ধার সবাই

মাঝ নদীতে আটকে পড়েছিলেন ১১ পড়ুয়া 

মাটিগাড়া ফায়ার স্টেশনের দমকল কর্মকর্তা দেবরাজ ছেত্রী জানান, খবর পাওয়ার পরপরই দলটি ঘটনাস্থলে পৌঁছে ১১ শিক্ষার্থীকে উদ্ধার করে।

পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের ধুধিয়ায় বালাসন নদী থেকে রবিবার রাতে দমকল বাহিনীর একটি দল অন্তত ১১ জন ছাত্রকে উদ্ধার করেছে। গতকাল সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা পিকনিক করতে গিয়েছিলেন সেখানে। হঠাৎ করে বালাসন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় তাঁরা আটকে পড়েন। ধুধিয়া এলাকায় নদীতে পড়ুয়াদের আটকে থাকার খবর স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনীকে জানান। স্থানীয় কয়েকজনও উদ্ধারকারী দলকে সহায়তা করেন। প্রায় আট ঘণ্টার কঠোর প্রচেষ্টার পর আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করা হয়।

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে শিলিগুড়ির বাসিন্দা সুদীপ্ত কর বলেন, ‘আমরা বন্ধুরা পিকনিক করতে গিয়েছিলাম সেখানে। কিন্তু মাঝে মাঝে পাহাড়ে ভারী বৃষ্টির কারণে নদীর জলের স্তর হঠাৎ করে বেড়ে যায়। এখন দমকলকর্মীরা আমাদের উদ্ধার করেছে।’ অপর এক ছাত্র তথা শিলিগুড়ির বাসিন্দা চুমকাই পাল বলেন, ‘হঠাৎ করে জলস্তর বেড়ে যাওয়ায় আমরা নদীতে আটকা পড়েছিলাম। স্থানীয়রা ও দমকলকর্মীরা আমাদের উদ্ধার করে।’

মাটিগাড়া ফায়ার স্টেশনের দমকল কর্মকর্তা দেবরাজ ছেত্রী জানান, খবর পাওয়ার পরপরই দলটি ঘটনাস্থলে পৌঁছে ১১ শিক্ষার্থীকে উদ্ধার করে। তিনি বলেন, ‘ধুধিয়া নদীতে শিক্ষার্থীরা আটকা পড়েছে বলে আমরা খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছে মোট ১১ জন ছাত্রকে উদ্ধার করতে পেরেছি। স্থানীয়রা জানান তাঁরা বেশ কয়েক ঘণ্টা আটকে ছিলেন। তবে এখন সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।’

বন্ধ করুন