বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Special Local Trains on Shravan Sombar: শ্রাবণের প্রথম সোমবার তারকেশ্বর লাইনে চলবে ১৪ স্পেশাল লোকাল ট্রেন, রইল টাইমটেবিল

Special Local Trains on Shravan Sombar: শ্রাবণের প্রথম সোমবার তারকেশ্বর লাইনে চলবে ১৪ স্পেশাল লোকাল ট্রেন, রইল টাইমটেবিল

শ্রাবণ মাসের পয়লা সোমবার হাওড়া-তারকেশ্বর, শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে ১৪টি স্পেশাল ট্রেন চালানো হবে। (ফাইল ছবি, সৌজন্যে Indian Railways)

২২ জুলাই হল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর সেদিন তারকেশ্বর-আসার জন্য মোট ১৪টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। ভোর থেকেই সেইসব লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। কোন ট্রেন কখন ছাড়বে, সেটার পুরো টাইমটেবিল দেখে নিন।

শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারকেশ্বর লাইনে ১৪টি স্পেশাল লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। ছ'টি স্পেশাল লোকাল ট্রেন চলবে হাওড়া-তারকেশ্বর শাখায়। আর আটটি স্পেশাল লোকাল ট্রেন শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে চালানো হবে। শুধু প্রথম সোমবার (২২ জুলাই) নয়, শ্রাবণ মাসের প্রতি সোমবারই ওই ১৪টি স্পেশাল লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। তাছাড়া আগামী ১৯ অগস্ট পর্যন্ত রবিবার এবং উৎসবের দিনেও ১২টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে।

হাওড়া-তারকেশ্বর-হাওড়া স্পেশাল লোকাল ট্রেন (শুধু সোমবার)

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্রতি সোমবার সেই স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। অর্থাৎ ২২ জুলাই, ২৯ জুলাই, ৫ অগস্ট, ১২ অগস্ট এবং ১৯ অগস্ট চালানো হবে সেই একজোড়া স্পেশাল ট্রেন। ওই ট্রেনের টাইমটেবিল দেখে নিন – 

১) তারকেশ্বর থেকে হাওড়া: সকাল ১১ টা ৩৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়বে। দুপুর ১ টা ৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।

২) হাওড়া থেকে তারকেশ্বর: দুপুর ১ টা ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। দুপুর ২ টো ৫০ মিনিটে পৌঁছাবে তারকেশ্বরে।

আরও পড়ুন: India planning train through Nepal: বাংলা থেকে নেপাল হয়ে ট্রেন যাবে বিহারে, শিলিগুড়ি করিডর এড়াতে রেললাইনের প্ল্যান

হাওড়া-তারকেশ্বর-হাওড়া স্পেশাল লোকাল ট্রেন 

পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে হাওড়া-তারকেশ্বর লাইনে আরও চারটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। যে ট্রেনগুলি শ্রাবণ মাসের প্রতি সোমবার তো চলবেই। সেইসঙ্গে প্রতি রবিবার এবং গুরুত্বপূর্ণ দিনগুলিতে চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল। সেই চারটি ট্রেনের টাইমটেবিল দেখে নিন –

১) হাওড়া থেকে তারকেশ্বর: ভোর ৪ টে ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। তারকেশ্বরে পৌঁছাবে ভোর ৫ টা ৩৫ মিনিটে। 

২) হাওড়া থেকে তারকেশ্বর: হাওড়া থেকে ছাড়বে বেলা ১২ টা ৫০ মিনিটে। দুপুর ২ টো ২০ মিনিটে তারকেশ্বরে পৌঁছাবে।

৩) তারকেশ্বর থেকে হাওড়া: তারকেশ্বর থেকে ছাড়বে সকাল ১০ টা ৫৫ মিনিটে। বেলা ১২ টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।

৪) তারকেশ্বর থেকে হাওড়া: রাত ৯ টা ১৭ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়বে। রাত ১০ টা ৪৫ মিনিটে পৌঁছাবে হাওড়ায়।

আরও পড়ুন: Sawan remedies: আপনি যদি কাঙ্খিত জীবন সঙ্গী পেতে চান, তাহলে শ্রাবণ মাসের সোমবার করুন এই কাজ

শেওড়াফুলি-তারকেশ্বর-শেওড়াফুলি স্পেশাল লোকাল ট্রেন

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে আগামী ১৯ অগস্ট পর্যন্ত প্রত্যেক সোমবার শেওড়াফুলি-তারকেশ্বর-শেওড়াফুলি লাইনে আটটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। তাছাড়া প্রতি রবিবার এবং অন্যান্য উৎসবের দিনেও সেই ট্রেনগুলি চলবে। পুরো টাইমটেবিল দেখে নিন -

১) শেওড়াফুলি থেকে তারকেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিটে শেওড়াফুলি থেকে ছাড়বে। সকাল ৭ টা ৪৫ মিনিটে তারকেশ্বরে পৌঁছাবে। 

২) শেওড়াফুলি থেকে তারকেশ্বর: শেওড়াফুলি থেকে ছাড়বে সকাল ৯ টা ২০ মিনিটে। তারকেশ্বরে সকাল ১০ টা ১৫ মিনিটে পৌঁছাবে। 

৩) শেওড়াফুলি থেকে তারকেশ্বর: বিকেল ৪ টে ২০ মিনিটে শেওড়াফুলি থেকে ছাড়ে। বিকেল ৫ টা ১০ মিনিটে পৌঁছাবে তারকেশ্বরে। 

৪) শেওড়াফুলি থেকে তারকেশ্বর: শেওড়াফুলি থেকে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ছাড়বে। আর তারকেশ্বরে পৌঁছাবে রাত ৮ টা ৩০ মিনিটে।

৫) তারকেশ্বর থেকে শেওড়াফুলি: ভোর ৫ টা ৫৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়বে। শেওড়াফুলিতে পৌঁছাবে সকাল ৬ টা ৪৫ মিনিটে।

৬) তারকেশ্বর থেকে শেওড়াফুলি: তারকেশ্বর থেকে ছাড়বে সকাল ৮ টা ১০ মিনিটে। সকাল ৯ টা ৩ মিনিটে পৌঁছাবে শেওড়াফুলিতে।

৭) তারকেশ্বর থেকে শেওড়াফুলি: দুপুর ২ টো ৫০ মিনিটে ছাড়বে তারকেশ্বর থেকে। শেওড়াফুলিতে পৌঁছাতে দুপুর ৩ টে ৪০ মিনিট হয়ে যাবে।

৮) তারকেশ্বর থেকে শেওড়াফুলি: সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়বে। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে পৌঁছাবে শেওড়াফুলি।

আরও পড়ুন: Mahadev's Blessings on Shravan: গোটা শ্রাবণ জুড়ে মহাদেবের আশীর্বাদ পাবে ৩ রাশি, কাছে আসবে না কোনও বিপদ

বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.