ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল স্কুল বাস। লরির সঙ্গে স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জন পড়ুয়া আহত হয়েছে। যার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার বিষ্ণুপুর এলাকায় টাকি রোডে। প্রথমে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুল বাসটি আদিত্য অ্যাকাডেমি নামে একটি বেসরকারি স্কুলের। সকালে বাসে করে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছিল পড়ুয়াদের। স্কুল বাসটি যাচ্ছিল বসিরহাট থেকে বারাসতের দিকে। সেই সময় টাকি রোডে উল্টো দিক থেকে আসছিল একটি লরি। তখনই মাটিয়া থানার বিষ্ণুপুরের কাছে স্কুল বাসের সঙ্গে লরির মুখোমুখি ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুলে দেরি হওয়ার জন্য নির্দিষ্ট গতির থেকে কিছুটা বেশি গতিতে যাচ্ছিল স্কুল বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে স্কুল বাসের ধাক্কা লাগে। ধাক্কা লাগার খবর পেয়ে স্থানীয়রা সেখানে পৌঁছান। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ এসে গাড়ি থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালক এবং এক পড়ুয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদের বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের চোট খুব বেশি গুরুতর নয়। মঙ্গলবার এই ঘটনার জেরে আধঘণ্টারও বেশি সময় ধরে ওই রোডে যান চলাচল ব্যহত হয়। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।