অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কালীপুজোর রাতেই আধাঁর নেমে এল পরিবারের উপর। বাজি পোড়াতে গিয়ে একেবারে ভয়াবহ ঘটনা। বাজি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে অন্তত তিনজনের মৃত্যু। তার মধ্য়ে ২ জন শিশু ও এক মহিলা রয়েছেন। আসলে তারা ঘরের মধ্য়ে বাজি ফাটাচ্ছিল। সেই সময় এই ভয়াবহ ঘটনা। উলুবেড়িয়া বাজার পাড়ায় একেবারে শোকের ছায়া নেমে এসেছে। সূত্রের খবর, ঘরের মধ্যে ফুলঝুরি ধরানো হয়েছিল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ঘরে আগুন ধরে যায়। সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি তারা। ঘরের আগুনে একেবারে ঝলসে যায় তারা। তাদের নিয়ে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তার আগেই মৃত্যু হয় তাদের।
এদিকে দমকল এসে আগুন নেভানোর চেষ্টা করে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে সব শেষ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে দাউ দাউ করে আগুন জ্বলে গিয়েছে ঘরে। স্থানীয় বাসিন্দাদের মতে, সম্ভবত বাজি থেকেই আগুন ধরে গিয়েছিল।
অসাবধানতাবশত বাজি ফাটাতে গিয়ে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এই ঘটনাই প্রমাণ।