কলকাতা হাইকোর্টের নির্দেশে ১২ বছর পর নির্বাচন হল সমবায় সমিতির। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। তৃণমূল এবং কংগ্রেসের হাতাহাতিতে ঝরল রক্ত। মাথা ফাটল এক কংগ্রেস কর্মীর। মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের হিকোমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল গতকাল শুক্রবার। সেই ভোটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: কুলতুলি সমবায় নির্বাচনে জোর ধাক্কা খেল সিপিএম, দুর্দান্ত জয় ছিনিয়ে নিল তৃণমূল
জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শুক্রবার সকাল ১১ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এই সময় সমিতিতে। দৌলতাবাদ থানার ঘুনির মোড়ে এই সমবায় সমিতির কার্যালয় অবস্থিত। সেখানেই ভোট গ্রহণ হয়। এই সমবায় সমিতিতে মোট ১৩টি আসন রয়েছে। তাতে তৃণমূল কংগ্রেস, বাম এবং কংগ্রেস অংশগ্রহণ করে। ভোটগ্রহণের শুরুতেই কংগ্রেস এবং বামেদের তরফে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তোলা হয়। এছাড়াও রয়েছে রিগিংয়ের অভিযোগ। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে বাম এবং কংগ্রেস কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
কংগ্রেসের অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীরা ব্লকের সম্পাদক সাবির শেখকে মারধর করে। এছাড়া হাতিনগর অঞ্চল কংগ্রেস সভাপতি জয়নুদ্দিন শেখের মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাদের দাবি, সামান্য সমবায় সমিতি নির্বাচনেও প্রহসন করা হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে।
তবে অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, আগে দীর্ঘ সময় ধরে এই সমবায় সমিতি বামেদের দখলে ছিল। তাদের দখলে থাকার সময় সমবায় সমিতিতে প্রচুর দুর্নীতি হয়েছিল। কয়েক কোটি টাকা তছরুপ করা হয়েছিল। তারপরে সমবায় সমিতি দেউলিয়া হয়ে যায়। এরফলে সমবায় সমিতির পরিষেবা ব্যাহত হয়ে গিয়েছিল। পরিষেবা না পেয়ে সাধারণ সমস্যায় পড়তে হচ্ছিল মানুষকে। তাই কলকাতায় হাইকোর্টের নির্দেশে এলাকাবাসীদের উন্নয়নে এই ভোট করা হয়েছে। বাংলায় সিপিএম, কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই। তাই হার নিশ্চিত ভেবে এই সব মিথ্যে অভিযোগ সামনে আনছে। তাদের দাবি, সিপিএম ও কংগ্রেস দীর্ঘদিন ধরে ভোট করতে দেয়নি এই সমবায় সমিতিতে। ভোটে কোনওরকম অশান্তি বা রিগিং হয়নি বলেই দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য শান্তিপূর্ণভাবে সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, এদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এদিন প্রচুর সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।