দিদিকে অপমানের প্রতিবাদ করেছিলেন বোন। সেই ক্ষোভে যুবতীকে রাস্তায় ফেলে গলায় ছুরির কোপ বসাল প্রতিবেশী দুই ভাই। ঘটনায় গুরুতর আহত অবস্থায় যুবতীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বেলঘড়িয়া থানা এলাকায়। ঘটনায় দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত যুবতী। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আক্রান্ত যুবতীর নাম পিয়ালি মণ্ডল। দিদির বাড়িতে গিয়ে প্রতিবেশী দুই ভাইয়ের হামলার মুখে পড়েন তিনি।
আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের? হাওড়া স্টেশনে মহিলার পেটে ছুরি, গ্রেফতার ১
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিয়ালির দিদির নাম প্রিয়াঙ্কা বাল্মিকী। শনিবার সন্ধ্যায় পিয়ালি কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের টেক্সম্যাকো এলাকায় দিদির বাড়িতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে ঢোকার আগে প্রতিবেশী ওই দুই ভাই পিয়ালিকে লক্ষ্য করে গালিগালাজ করে। তার প্রতিবাদ করেন পিয়ালি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে ওই প্রতিবেশীদের বিবাদ দীর্ঘদিন ধরেই চলছে। এ নিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে অশান্তি হত। প্রিয়াঙ্কাকে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। শনিবারও সেই রকম দিদিকে অপমান করার প্রতিবাদ করেছিলেন পিয়ালি। সেই কারণেই তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, অভিযুক্ত দুজনের নাম রাজা বাল্মিকী এবং রাজু বাল্মিকী। প্রিয়াঙ্কারদের পাশেই তাদের বাড়ি। তারা মাঝেমধ্যেই প্রিয়াঙ্কাকে গালিগালাজ করত। শনিবার যখন ঘটনাটি ঘটে তখন তিনি বাড়িতে একাই ছিলেন। পিয়ালি তার প্রতিবাদ জানিয়েছিলেন। এরপর দিদির বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি যাওয়ার পথেই পিয়ালির উপর হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
অভিযোগ, বাড়ি থেকে বেরোনোর পরে পিয়ালির পথ আটকায় দুই ভাই। তারা তাকে ধাক্কাধাক্কি করে এবং রাস্তায় ফেলে দিয়ে গলায় ছুরির কোপ বসিয়ে পালিয়ে যায়। পিয়ালি জানান, দিদির বাড়িতে যাওয়ার সময় তাকে দুজন গালিগালাজ করেছিল। তারই প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। সেই কারণে তার উপর হামলা চালানো হয়। পিয়ালির আরও অভিযোগ দুই ভাই তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল।
ঘটনায় রক্তাক্ত অবস্থায় পিয়ালিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে, এই ঘটনার পরে দুই ভাই এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন যুবতী এবং তার পরিবার। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ পেয়ে এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।