ঝবিজেপি কর্মীর মৃত্যুতে ফের উঠল ষড়যন্ত্রের তত্ত্ব। এবার ঘটনা বীরভূমের নলহাটিতে। নিহত বিজেপি কর্মী প্রদীপ মাল পেশায় টোটোচালক। রবিবার সকালে রেল লাইনে তাঁর দেহ উদ্ধার হয়। দেহের ধড় ও মুন্ডু আলাদা হয়ে গিয়েছিল। এই ঘটনায় তৃণমূলের হাত থাকতে পারে বলে দাবি বিজেপির। পালটা তৃণমূলের দাবি, অকারণে দোষারোপ করা হচ্ছে তাদের।
আরও পড়ুন - পিস্তল নিয়ে স্কুলে এল পড়ুয়া, তৃণমূল নেতার ‘ভাইপো’র কাণ্ডে তোলপাড়
পড়তে থাকুন - ইংরেজবাজারে জঞ্জাল কর, TMC-র খারাপ ফলের জন্যই এমন সিদ্ধান্ত, অভিযোগ বিজেপির
পরিবারের তরফে জানানো হয়েছে, রবিবার খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান নলহাটির পাইকপাড়া গ্রামের বাসিন্দা প্রদীপবাবু। সকাল ৭টা নাগাদ নলহাটি ও চাতরা স্টেশনের মাঝে গ্রামের লাগোয়া রেল লাইনের ধারে প্রদীপবাবুর দেহ পড়ে রয়েছে বলে খবর আসে।
পরিবারের দাবি, প্রাথমিকভাবে এটাকে দুর্ঘটনায় মৃত্যু বলে মনে হলেও এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে।
জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘প্রদীপ আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন। ভোটের আগে তৃণমূল ওকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। ভোট মিটতেই এই অস্বাভাবিক মৃত্যুতে তৃণমূলের হাত থাকতে পারে বলে মনে হচ্ছে।’
আরও পড়ুন - ভোটে পরাজিত হয়েই বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি MLA স্বপন মজুমদার, পাত্রী কে?
ওদিকে তৃণমূলের দাবি, প্রদীপের মৃত্যু দুঃখজনক। তবে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু হলেই তার সঙ্গে তৃণমূলের নাম জড়িয়ে দেওয়া ঠিক নয়। সম্ভবত উনি আত্মঘাতী হয়েছেন। নইলে প্রাতকৃত্য সারতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।