হুগলির চাঁপদানিতে স্কুল চালাকালীন সহপাঠীর মারে মৃত্যু হল এক ছাত্রের। বুধবার বেলা ১টা নাগাদ চাঁপদানি আর্য বিদ্যাপীঠের ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত ছাত্রকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার দুপুরে ২ পিরিয়ডের মধ্যবর্তী সময় অভিনব জালান নামে ওই ছাত্রের সঙ্গে তাঁর এক সহপাঠীর সংঘর্ষ বাঁধে। সহপাঠী অভিনবের বুকে ঘুসি মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই সংজ্ঞা হারায় অভিষেক। এর পর তাঁকে অ্যাঙ্গাস ESI হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন - জানা গেল ট্যাংরায় নিহতদের নাম, ক্রমশ জোরাল হচ্ছে খুনের তত্ত্ব
পড়তে থাকুন - ওসিকে পিটিয়ে গ্রেফতার আরেক ওসি, চাঞ্চল্য পুলিশমহলে
ঘটনার পর স্কুলের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। তাঁদের প্রশ্ন শিক্ষকদের সামনে ২ ছাত্র এরকম প্রাণঘাতী সংঘর্ষে লিপ্ত হল কী করে?
হিন্দি মাধ্যম ওই সরকারি স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ঘটনার সময় তিনি স্কুলে ছিলেন না। অন্য স্কুলে গার্ড দিতে গিয়েছিলেন। ফলে কী কারণে মারামারি হয়েছে তা জানেন না তিনি।
মৃত ছাত্রের বাবা গণেশ জালান বলেন, স্কুলে কোনও পড়াশুনো হয় না। আমার ছেলের মৃত্যুর জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী। তাদের শাস্তি চাই।
আরও পড়ুন - স্কুলের মধ্যে ২ ছাত্রের মারামারি, সহপাঠীর ঘুসিতে মৃত্যু হল ১ জনের
স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী বিক্রম গুপ্তা বলেন, ‘আমরা সঙ্গে সঙ্গে ছেলেটাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু বাঁচাতে পারিনি।’
স্থানীয়রা জানিয়েছেন, মাস ছয়েক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনব জালানের দিদির। তার পর ছেলের এই পরিণতিতে সংজ্ঞা হারিয়েছেন মা।