দুর্গাপুরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি–র মিছিলে মানিব্যাগ, মোবাইল ফোন চুরির অভিযোগ উঠল। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, রোড–শো চলাকালীন ২০টি মানিব্যাগ ও ৩০টি মোবাইল ফোন চুরি গিয়েছে। এই মর্মে মঙ্গলবার রাতে দুর্গাপুর থানার অন্তর্গত এ জোন পুলিশ ফাঁড়ি অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি–র পক্ষ থেকে। এমনকী সাংসদ এস এস আলুওয়ালিয়ার ছেলের মোবাইল ফোনও চুরি হয়েছে বলে অভিযোগ।
এদিন দুর্গাপুরের বেনচিতিতে বিজেপি–র যোগদান মেলার সভা শেষে দুর্গাপুরে রোড শো করেন শুভেন্দু অধিকারী। রোড শো–তে তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ অর্জুন সিং, এস এস আলুওয়ালিয়া, সুনীল মণ্ডল, ডাঃ সুভাষ সরকাররা। প্রান্তিকা মোড় থেকে রোড শো শুরু হয়ে শেষ হয় ভিরিঙ্গি মোড়ে। বিজেপি–র অভিযোগ, এই পথে বিশাল জনসমাগমের সুযোগ নিয়ে অপারেশন চালিয়েছে পকেটমারদের একটি দল।
বিজেপি–র বক্তব্য, আজ সভা ও রোড–শো করে শুভেন্দু অধিকারী শ্যাম মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যান। তার পরই একে একে প্রকাশ্যে আসে যে কেউ মোবাইল, কেউ মানিব্যাগ খুঁজে পাচ্ছেন না। বোঝা যায় যে সভা বা রোড–শো চলাকালীন তা চুরি গিয়েছে। দুর্গাপুরের বেনাচিতিতে যেখানে বিজেপি–র সভা হয়, তার কাছেই রয়েছে দুর্গাপুর থানার অন্তর্গত এ জোন পুলিশ ফাঁড়ি। সেখানে বিজেপি–র তরফ থেকে অভিযোগ করে জানানো হয়, ২০টি মানিব্যাগ ও ৩০টি মোবাইল ফোন চুরি হয়েছে।
বিজেপি–র অভিযোগ, পুলিশি অপদার্থতার জন্যেই এ ধরণের ঘটনা ঘটল। ছিনতাইকারীদের একটি গ্যাং এই অপারেশন চালিয়েছে। এদিকে, অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনাকে ঘিরে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেননি তৃণমূল নেতৃত্ব। তাঁদের কথায়, যে ধরণের লোকজনকে বিজেপি দলে নিচ্ছে তাতে এ সব ঘটনা হওয়াটাই স্বাভাবিক।