সংসার পাততে বাংলাদেশে অনুপ্রবেশ করে বিজিবির হাতে গ্রেফতার হয়েছেন এক ভারতীয় বধূ ও তাঁর প্রেমিক। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। রবিবার বিকেলে কোচবিহারের করলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর রেশমা মণ্ডল নামে ওই বধূকে গ্রেফতার করে বিজিবি। সঙ্গে তাঁর বাংলাদেশি প্রেমিক ও তাঁর এক সহযোগীকেও গ্রেফতার করেছেন সীমান্তরক্ষীরা।
ধৃতরা জানিয়েছেন, পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকার এলাকার বাসিন্দা রেশমা মণ্ডলের (২৮) সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার উসতি থানা এলাকার বাসিন্দা সৌরভ কুমার সাঁপুই (১৮)এর বছর দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়। রেশমার একটি সন্তান রয়েছে। সৌরভের সঙ্গে ক্রমশ প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এর পর যুগল সংসার পাতার সিদ্ধান্ত নেয়। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ভেবে বাংলাদেশে অনুপ্রবেশ করে সেখানেই সংসার করার সিদ্ধান্ত নেন রেশমা ও সৌরভ।
পরিকল্পনা অনুযায়ী রবিবার বিকেলে কোচবিহারের দিনহাটা লাগোয়া করলা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে যুগল। সঙ্গে সঙ্গে তাদের ধরে ফেলেন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালাতাড়ি সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা। সঙ্গে গ্রেফতার করা হয় ইউসুফ আলি (২২) নামে এক বাংলাদেশি যুবককেও। ধৃত যুবক কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ভারতীয় যুবককে সীমান্ত পার করতে দালাল হিসাবে কাজ করছিল সে।
ধৃতদের বাংলাদেশের ফুলবাড়ি থানার হাতে তুলে দিয়েছে বিজিবি। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক।