
সাত সকালে ফের ভূমিকম্প উত্তরবঙ্গে
১ মিনিটে পড়ুন . Updated: 06 Apr 2021, 07:47 AM IST- মঙ্গলবার সকাল ৭.০৭ মিনিটে ফের কেঁপে ওঠে উত্তরবঙ্গের মাটি। রিখটার স্কেলে এবারের তীব্রতা ছিল ৪.১. কম্পনের উপকেন্দ্র ছিল জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়িতে।
ফের ভূমিকম্প উত্তরবঙ্গে। সোমবার রাতের পর মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হয় মৃদু ভূমিকম্প। এই কম্পন সোমবার রাতের কম্পনের আফটার শক বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার সকাল ৭.০৭ মিনিটে ফের কেঁপে ওঠে উত্তরবঙ্গের মাটি। রিখটার স্কেলে এবারের তীব্রতা ছিল ৪.১. কম্পনের উপকেন্দ্র ছিল জলপাইগুড়ি শহরের কাছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র।
সোমবার রাত ৮.৫০ মিনিটে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গের মাটি। কম্পনের মাত্রা ছিল ৫.১। কম্পনের উপকেন্দ্র ছিল পেডংয়ের কাছে ভারত ভুটান সীমান্তে। রাতে কম্পনে আতঙ্ক ছড়িয়েছিল বিস্তীর্ণ এলাকায়। বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন মানুষ। তবে এখনো কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।