বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মানি এক্সচেঞ্জের নামে বহু মানুষের সঙ্গে প্রতারণা, গ্রেফতার তিন বাংলাদেশি নাগরিক

মানি এক্সচেঞ্জের নামে বহু মানুষের সঙ্গে প্রতারণা, গ্রেফতার তিন বাংলাদেশি নাগরিক

উদ্ধার হওয়া আমেরিকান ডলার। নিজস্ব ছবি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ আলি বেপারি, মহম্মদ হারুন ও কল্যাণী বিশ্বাস। ধৃতদের কাছ থেকে ৪০ টি আমেরিকান ডলার পাওয়া হয়েছে। পাশাপশি, তিনটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। 

ফরেন মানি এক্সচেঞ্জ করিয়ে দেওয়ার নামে দীর্ঘদিন ধরে চলছিল প্রতারণা চক্র। সেই ঘটনার তদন্তে নেমে তিন জন বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে আমেরিকান ডলার উদ্ধার হয়েছে। এছাড়াও মিলেছে ভুয়ো পরিচয় পত্র এবং মোবাইল ফোন। গতকাল রাতে তাদেরকে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরিফের হালদার পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ আলি বেপারি, মহম্মদ হারুন ও কল্যাণী বিশ্বাস। ধৃতদের কাছ থেকে ৪০ টি আমেরিকান ডলার পাওয়া হয়েছে। পাশাপশি, তিনটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পুলিশ জানতে পেরেছে গত ছয় মাস ধরে ঘুটিয়ারি শরিফের হালদারপাড়া এলাকায় ভাড়া থাকছিলেন মহম্মদ হারুন ও তার স্ত্রী কল্যাণী বিশ্বাস। তারা দুজনেই বাংলাদেশের নাগরিক। হারুনের উত্তরপ্রদেশের মোরাদাবাদ এলাকার ভোটার কার্ড, আধার কার্ড থাকলেও তার স্ত্রী কল্যাণীর কোনও বৈধ কাগজপত্র ছিল না। যদিও কল্যাণীর দাবি তার বাড়ি নদিয়ার শান্তিপুর এলাকায়। হারুনের ভাড়া বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন অন্য এক বাংলাদেশি নাগরিক মহম্মদ আলি ব্যাপারি। অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই তিনজন মানি এক্সচেঞ্জ করার নামে প্রতারণা চক্র চালাচ্ছিল। জানা গিয়েছে, ওপরে ডলার দিয়ে ভিতরে কাগজ ভরে দিয়ে তারা লোক ঠকাত।

গোপন সূত্রে খবর পেয়ে ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির পুলিশ হালদার পাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে। আজ ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে। পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাদের সন্ধানের জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সেই কারণে পুলিশের পক্ষ থেকে তাদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়। এ ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।

বাংলার মুখ খবর

Latest News

মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.