স্বামীর সঙ্গে বিবাদ মেটানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে এক গৃবধূকে ধর্ষণের অভিযোগ উঠল বীরভূমের তারাপিঠে। এই ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা নির্যাতিতা স্বামীর বন্ধু বলে জানা গিয়েছে। এমনকী বধূর গোপন ভিডিয়ো তুলে তাঁকে ব্ল্যাকমেলের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে।
তারাপিঠ থানা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নির্যাতিতা লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছেন, লক্ষ্মীপুজোর দিন স্বামীর সঙ্গে তাঁর মনোমালিন্য হয়েছিল। সেকথা জেনে তাঁর স্বামীর ৩ বন্ধু সমাধান করে দেওয়ার আশ্বাস দেন। এর পর তাঁকে একটি বাড়িতে ডেকে পাঠায় অভিযুক্তরা। বধূ সেখানে পৌঁছলে ফাঁকা বাড়িতে একে একে তাঁকে ধর্ষণ করেন স্বামীর ৩ বন্ধু। ধর্ষণের ভিডিয়ো করে রাখা তারা। কাউকে কিছু জানালে ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় তারা।
ঘটনার কথা স্বামীকে জানান বধূ। এর পর মল্লারপুর থানায় যান স্বামী। সেখান থেকে তাঁকে তারাপিঠ থানায় যেতে পরামর্শ দেওয়া হয়। সোমবার রাতে তারাপিঠ থানায় অভিযোগ জানান তিনি।
সূত্রের খবর, বধূর স্বামী একজন পুরোহিত। ৩ বছর আগে বিয়ে হয়েছিল তাঁর। বিয়ের পর ওই বধূ স্থানীয় এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্বামীর ৩ বন্ধু বধূর সঙ্গে তাঁর প্রেমিকের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো গোপনে রেকর্ড করেন। এর পর সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে বধূকে।