বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ কিশোরী

নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ কিশোরী

প্রতীকি ছবি

প্রথম বর্ষার বৃষ্টিতেই ফুলে ফেঁপে উঠেছে কপালেশ্বরী। নদীতে প্রথমে স্না করতে নামে জানু ও বানু। জলে নামতেই তলিয়ে যায় তারা।

নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ২ নাবালিকা। তাদের বাঁচাতে গিয়ে মৃত্যু হল আরও ১ জনের। ঘটনা পশ্চিম মেদিনীপুরের সবংয়ের দেভোগ এলাকার। মৃত জানু সবর (৭), বানু দেব (৬) ও কদম সবর (১০) এর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে সবং থানার পুলিশ। 

স্থানীয়রা জানিয়েছেন, ওই শিশু ও কিশোরীরা যাযাবর পরিবারের সদস্য। রবিবার স্থানীয় কপালেশ্বরী নদীতে স্নান করতে নামে তারা। ওদিকে প্রথম বর্ষার বৃষ্টিতেই ফুলে ফেঁপে উঠেছে কপালেশ্বরী। নদীতে প্রথমে স্না করতে নামে জানু ও বানু। জলে নামতেই তলিয়ে যায় তারা। এর পর তাঁদের বাঁচাতে জলে ঝাঁপ দেয় কদম। তাকেও টেনে নিয়ে যায় স্রোত। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ ও সিভিল ডিফেন্স। বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়ে নদী থেকে দেহ ৩টি উদ্ধার করে তারা। দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় বিহ্বল হয়ে পড়েছে যাযাবর পরিবারগুলি। 

 

বন্ধ করুন