বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Asansol: একটানা বৃষ্টিতে আসানসোলে জলের তোড়ে ভেসে মৃত্যু ৩ জনের, জানালেন মন্ত্রী

Asansol: একটানা বৃষ্টিতে আসানসোলে জলের তোড়ে ভেসে মৃত্যু ৩ জনের, জানালেন মন্ত্রী

একটানা বৃষ্টিতে আসানসোলে জলের তোড়ে ভেসে মৃত্যু ৩ জনের, জানালেন মন্ত্রী

আসানসোল দক্ষিণ থানার রাহালেনের বাসিন্দা গৌরাঙ্গ রায় শুক্রবার বাইক নিয়ে কোলিয়ারিতে যাচ্ছিলেন। সেই সময় কালিপাহাড়ি রেল ব্রিজে জলের তোড়ে মোটরবাইক সহ তিনি ভেসে যান। পরে তাঁর দেহ উদ্ধার হয়। পাশাপাশি আসানসোল উত্তর থানার রেলপাড়ের ডিপোপড়ার বাসিন্দা রোহিত রায়ও দুর্যোগের কবলে পড়েন।

ঘূর্ণাবর্তের জেরে একটানা বৃষ্টিতে জেলায় জেলায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কোথাও হাঁটু জল আবার কোথাও কোমর অবধি জল। এরফলে একাধিক জায়গায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। একাধিক নদীর জল বিপদসীমার উপরে বইছে। নদী, খালের জল ঢুকে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। বিভিন্ন নদীতে সেতু ছুঁয়ে গিয়েছে জল। এরইমধ্যে শুধু আসানসোলেই জলের তোড়ে ভেসে গিয়ে তিন জনের মৃত্যু হল। মৃতদের নাম হল চঞ্চল বিশ্বাস, রোহিত রায় এবং ইসিএলের কর্মী গৌরাঙ্গ রায়। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: ভরা বর্ষায় দিঘায় নামল পর্যটকদের ঢল, ঝড়বৃষ্টিতে উত্তাল সমুদ্র, কড়া নজর প্রশাসনের

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সেতুতে গাড়ি ঘোরাতে গিয়ে নদীতে তলিয়ে যায় আস্ত একটি চার চাকা গাড়ি। ঘটনাটি ঘটেছে আসানসোলের কল্যাণপুর হাউসিং এলাকায়। জলের স্রোতের মধ্যেই গাড়ি নিয়ে সেতুর ওপরে উঠে পড়েন প্রাক্তন সেনা কর্মী চঞ্চল বিশ্বাস। এরপর গাড়িটি পিছনের দিকে নিয়ে যেতে গিয়ে জলে ভেসে যায় গাড়িটি। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছই আসানসোল উত্তর থানার পুলিশ। পরে শনিবার সকালে কল্যাণপুর হাউসিং থেকে কিছুটা দূরে তাঁর গাড়িটি উদ্ধার করে এনডিআরএফ। তাঁর দেহটিও উদ্ধার হয়।জানা গিয়েছে, চঞ্চল বিশ্বাস বর্তমানে একটি সরকারি সংস্থায় কাজ করছিলেন।

অন্যদিকে, আসানসোল দক্ষিণ থানার রাহালেনের বাসিন্দা গৌরাঙ্গ রায় শুক্রবার বাইক নিয়ে কোলিয়ারিতে যাচ্ছিলেন। সেই সময় কালিপাহাড়ি রেল ব্রিজে জলের তোড়ে মোটরবাইক সহ তিনি ভেসে যান। পরে তাঁর দেহ উদ্ধার হয়। পাশাপাশি আসানসোল উত্তর থানার রেলপাড়ের ডিপোপড়ার বাসিন্দা রোহিত রায়ও দুর্যোগের কবলে পড়েন। সুকান্ত পল্লীতে গাড়ুই নদীর উপরে অস্থায়ী সেতু পার করার সময় পা পিছলে তিনি নদীতে পড়ে যান। শনিবার ভোরে ১৯ নম্বর জাতীয় সড়কের কাল্লার কাছে তাঁর দেহ উদ্ধার হয়। 

প্রসঙ্গত, টানা বৃষ্টির ফলে জলের তলায় চলে গিয়েছে অজয় সেতু। পশ্চিম বর্ধমান ও বীরভূমের অন্যতম যোগাযোগ মাধ্যম হল এই সেতু। অজয়ের এই অস্থায়ী সেতুতে জল ওঠায় বিচ্ছিন্ন হয়ে যায় পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের অন্যতম যোগাযোগ মাধ্যম। যারফলে চূড়ান্ত দুর্ভোগে মানুষ। শুক্রবার বিকেলে টুমনি নদীর জলের তলায় চলে যায় বীরভূমের সঙ্গে বর্ধমান যাওয়ার আরও একটি অন্যতম যোগাযোগ মাধ্যম। কাঁকসার শিবপুরের ভাসাপুল এবং অজয়ের জল ওঠে অস্থায়ী সেতুতে। এরফলে যোগাযোগ ব্যবস্থা ব্যহত হয়েছে। 

বাংলার মুখ খবর

Latest News

'৫০০ কোটি ডলার চাইব', বলেছিলেন ইউনুস, শেষে ২ বিলিয়নই পেল বাংলাদেশ কুলদীপ বাদ! মানতে পারছেন না মঞ্জরেকর, ভালো খেলেও চেন্নাই টেস্টে নেই সরফরাজ খান পেজারের পর ওয়াকিটকি, পকেটে পকেটে বিস্ফোরণ লেবাননে, মৃত ৩২, জখম ৩২৫০ মধুমিতার জীবনে এসেছে নতুন কেউ? কার নামে সিঁদুর পরছেন নায়িকা? 'আমি কি জনপ্রিয়?' ছেলের 'গুগলি' প্রশ্নে টলমল করিনা! জবাবে তৈমুরকে কী বললেন বেবো ‘আমি কি মুটিয়ে যাচ্ছি?’ বরকে সটান প্রশ্ন ক্যাটরিনার, কী জবাব দেন ভিকি কেন শুধু গয়াতে পিণ্ডদানের এত গুরুত্ব? কবে থেকে কে শুরু করেন এই প্রথা জেনে নিন কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল ‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.