বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Road accident in Siliguri: ভয়াবহ পথ দুর্ঘটনা শিলিগুড়িতে, গাছে সজোরে ধাক্কা মারল গাড়ি, মৃত ৩

Road accident in Siliguri: ভয়াবহ পথ দুর্ঘটনা শিলিগুড়িতে, গাছে সজোরে ধাক্কা মারল গাড়ি, মৃত ৩

দুর্ঘটনাগ্রস্থ গাড়ি। নিজস্ব ছবি

আজ রবিবার ৩১ নম্বর জাতীয় সড়কে বেঙ্গল সাফারি পার্কের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহানন্দা অভয়ারণ্যে ঢুকে পড়ে। সেখানে ঢুকে পড়ার পর একটি গাছে সজোরে ধাক্কা মারে। গাড়িতে চালক সহ মোট ৪ জন যাত্রী ছিলেন। ধাক্কা মারার ফলে গাড়িটি বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে।

আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল শিলিগুড়িতে। রবিবারের দুপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, পাঁচজন গাড়িতে করে যাচ্ছিলেন। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অভয়ারণ্যে ঢুকে গিয়ে তিনজনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে দু'জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়াও দুজন আহত হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার ৩১ নম্বর জাতীয় সড়কে বেঙ্গল সাফারি পার্কের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহানন্দা অভয়ারণ্যে ঢুকে পড়ে। সেখানে ঢুকে পড়ার পর একটি গাছে সজোরে ধাক্কা মারে। গাড়িতে চালক-সহ মোট চারজন যাত্রী ছিলেন। ধাক্কা মারার ফলে গাড়িটি বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। এরফলে গাড়ির সামনের দিকের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি চারজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। খবর পেয়ে সেখানে আসে পুলিশ। তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে আহতদের ভর্তি করানো হয় শিলিগুড়ির হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানান্তরিত করানো হয় সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে। সেই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও দুজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন গাড়ির চালক। তবে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, গাড়িটি কালিম্পংয়ের দিক থেকে আসছিল। বেঙ্গল সাফারি পার্কের কাছে আসতেই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ছিলেন দীপেন ঘিমিরে নামে এক যুবক। ওই যুবকের এক আত্মীয় জানান, গাড়িটি কালিম্পং থেকে রওনা দিয়েছিল। উল্লেখ্য, শনিবার সকালে পথ দুর্ঘটনা ঘটেছিল শিলিগুড়ি সংলগ্ন অম্বিকানগরের মাইকেল মধুসূদন কলোনি এলাকায়। বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। এছাড়াও জখম হয় দুজন। দুর্ঘটনার পরেই ক্ষিপ্ত জনতা ঘাতক ট্রাকটিতে ভাঙচুর চালায় ও পরে আগুন ধরিয়ে দেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জও করে পুলিশ। পালটা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা। তাতে আবার দুই পুলিশকর্মী গুরুতর জখম হন ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন