বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > West Bengal University: রবীন্দ্রভারতী-সহ রাজ্যের ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

West Bengal University: রবীন্দ্রভারতী-সহ রাজ্যের ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (ছবি সৌজন্য ফেসবুক)

এর মধ্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ নিয়ে জট বাঁধে। সদ্য প্রাক্তন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী একাধিকবার কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সেই সময় বিষয়টি নিয়ে জটিলতাও তৈরি হয়।

অবশেষে রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়ে বদল হল উপাচার্য। রবীন্দ্রভারতী, বিদ্যাসাগর ও ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে পেল নতুন উপাচার্য।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসাবে সব্যসাচী বসু রায়চৌধুরীর জায়গায় দায়িত্ব নিচ্ছেন ওই বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে আর দায়িত্বে থাকবেন না শিবাজীপ্রতিম বসু। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক পবিত্রকুমার চক্রবর্তী। অন্য দিকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব নিচ্ছেন কাজল দে।

তবে এর মধ্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ নিয়ে জট বাঁধে। সদ্য প্রাক্তন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী একাধিকবার কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সেই সময় বিষয়টি নিয়ে জটিলতাও তৈরি হয়। গত বছর ৩০ জুন রবীন্দ্রভারতীতে নতুন উপাচার্যের ঘোষণা করে দেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিশ্ববিদ্যালয়ের ১৯৮১ সালের আইনের ১(বি) ধারা মেনে নৃত্য বিভাগের অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়ের নাম উপাচার্য পদের জন্য ঘোষণা করেন। তা নিয়ে যথেষ্ট চাপানউতোর তৈরি হয়।

কারণ, তার আগে মে মাসে বিধানসভায় একটি বিল পাশ হয়। সেই বিল অনুযায়ী মুখ্যমন্ত্রীই হবেন রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য। কিন্তু বিলে সই দেননি তৎকালীন রাজ্যপাল।

বৃহস্পিতবারই রবীন্দ্রভারতীর অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী কাছে নিয়োগের চিঠি এসে পৌঁচেছে। চিঠি পেয়ে তিনি সংবাদমাধ্যমের কাছে বলেন, 'আমি বহুদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথের নামঙ্কিত এই বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাব।'

বন্ধ করুন