মেরামতির সময় বিদ্যুতের সাবস্টেশনে বিস্ফোরণ, আহত ৩ কর্মী
1 মিনিটে পড়ুন . Updated: 07 Sep 2021, 06:20 PM IST- বিস্ফোরণে আহত হন উৎপল সরকার, বাপন দাস ও বাসুদেব মাইতি। তাঁদের উদ্ধার করে প্রথমে তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বৈদ্যুতিক সাব স্টেশনে মেরামতির কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে গুরুতর আহত হলেন ৩ কর্মী। মঙ্গলবার দুপুরে ভয়াবহ এই ঘটনা ঘটে কোচবিবারের বক্সিরহাটে। আহতদের কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বক্সিরহাটে বিদ্যুৎ বণ্টন নিগমের সাব স্টেশনে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ মেরামতির কাজ করছিলেন ৩ জন কর্মী। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকলেও কোনও কারণে মেরামতির সময় একটি কানেকশন বক্সে প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত হন উৎপল সরকার, বাপন দাস ও বাসুদেব মাইতি। তাঁদের উদ্ধার করে প্রথমে তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের কোচবিহারে স্থানান্তর করেন চিকিৎসকরা।
কী করে এই ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে বিদ্যুৎ বণ্টন নিগম। কর্মীদের ভুল না অন্য কোনও গোলোযোগে এই দুর্ঘটনা তা জানতে কয়েকদিনের মধ্যেই সাবস্টেশনে যেতে পারেন দফতরের আধিকারিকরা।