শনিবার গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও শেষ হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। এখন অপেক্ষা ফলের। তারই মধ্যে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ফল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, তৃণমূলের থেকে একটা হলেও বেশি আসন জিতব।
আরও পড়ুন - স্বাস্থ্যবিধি না মেনেই তৈরি হচ্ছে জলের পাউচ, পরিবহন হচ্ছে আবর্জনা ফেলার গাড়িতে
পড়তে থাকুন - উত্তরবঙ্গে আরও এগল মৌসুমী বায়ু, দক্ষিণবঙ্গের দোরগোড়ায় দাঁড়িয়ে বর্ষা
শনিবার জলপাইগুড়ির ধূপগুড়িতে মন্দির ভাঙচুরের পর গ্রেফতার বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে যান সুকান্তবাবু। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভোটে সব থেকে বেশি অশান্তি এই সপ্তম দফায় হয়েছে। বিশেষ করে ডায়মন্ড হারবারে পুরো অশান্তি চলছে। ভয়ঙ্কর পরিস্থিতি। তার সাথে সাথে উত্তর কলকাতা, জয়নগর, মথুরাপুরে ঘটনা ঘটেছে। সব জায়গায় ভোট প্রক্রিয়াকে বাধা দেওয়ার জন্য যা করার দরকার তৃণমূল কংগ্রেস আজকে তাই করেছে।’ সুকান্তবাবু দাবি করেন, কুলতলিতে মানুষ ভোট দিতে পারেনি তাই EVM জলে ফেলে দিয়েছে।
এর পরই রাজ্যে নির্বাচনের ফল নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, ‘বিজেপি ৩০টা সিটের টার্গেট নিয়ে এগোচ্ছে। আপনারা এগজিট পোল দেখুন। তৃণমূলের থেকে একটি হলেও আসন বেশি পাবো।’
আরও পড়ুন - মালদায় ফের বীভৎস নারী নির্যাতন, মহিলাকে বিবস্ত্র করে মারধরে অভিযুক্ত TMC নেতা
উত্তর কলকাতা আসন নিয়ে সুকান্তবাবু বলেন, ‘তৃণমূলের এখন এমন দশা যে দুষ্কৃতীদের বাড়িতে যেতে হচ্ছে ভোটে জিততে। রাজু নস্করের পায়ে নাক ঘসে ক্ষয়িয়ে ফেললেও উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন না। তাপস রায়ই জিতবেন।’
সুকান্তবাবু বলেন, ‘ধূপগুড়িতে মন্দির ভাঙচুরের পর বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও ছাত্ররাও রয়েছে। আমি পরিবারগুলির সঙ্গে দেখা করলাম। আমরা তাদের পাশে আছি। আশা করি ধৃতদের দ্রুত জামিন হয়ে যাবে।’