বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC workers join CPM: পঞ্চায়েত ভোটের আগে TMC ছেড়ে CPM-এ যোগ দিলেন ৩০০ জন

TMC workers join CPM: পঞ্চায়েত ভোটের আগে TMC ছেড়ে CPM-এ যোগ দিলেন ৩০০ জন

সিপিএমে যোগ দিলেন তৃণমূল কর্মীরা। প্রতীকী ছবি

এদিন যারা তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করেছেন তাদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সদস্যা নুরজাহান বিবি। স্বামী হাবিব শেখ সহ তিনি সিপিএমের পতাকা হাতে তুলে নেন। এছাড়া ৬০টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করেন। এদিন সিপিএমে যোগ দিতেই তৃণমূলকে কটাক্ষ করেন পঞ্চায়েত সদস্যা নুরজাহান বিবি।

পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ভাঙন তৃণমূলে। শাসকদল ছেড়ে সিপিএমে যোগ দিলেন ৩০০ জন। সামনে পঞ্চায়েত ভোট। তার আগে সমস্ত রাজনৈতিক দল নিজেদের সংগঠনকে মজবুত করতে মরিয়া। এই অবস্থায় তৃণমূল ছেড়ে এতজন কর্মী সিপিএমে যোগ দেওয়ায় তাতে আসন্ন নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। রবিবার নদিয়ার তেহট্ট থানার শ্যামনগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ৩০০ জন কর্মী কাস্তে–হাতুড়ি– তারা আঁকা পতাকা তুলে নিয়ে সিপিএমে যোগ দেন। এদিন সিপিএমের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথসভায় উপস্থিত ছিলেন তেহট্টের প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা রঞ্জিত মণ্ডল। এছাড়াও ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস। যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তাদের বক্তব্য, দল বদলের কোনও প্রভাব ভোটে পরবে না।

এদিন যারা তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করেছেন তাদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সদস্যা নুরজাহান বিবি। স্বামী হাবিব শেখ সহ তিনি সিপিএমের পতাকা হাতে তুলে নেন। এছাড়া ৬০টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করেন। এদিন সিপিএমে যোগ দিতেই তৃণমূলকে কটাক্ষ করেন পঞ্চায়েত সদস্যা নুরজাহান বিবি। তিনি বলেন, ‘তৃণমূল একটি দুর্নীতিগ্রস্ত দল। ইদানীং তৃণমূলের একাধিক দুর্নীতি সামনে এসেছে। ভালোই হল, এখন আর তৃণমূলের হয়ে ভোট চাইতে যেতে হবে না।’ পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েনি তিনি। নুরজাহান বিবি বলেন, ‘বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে। তাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৃণমূলের নেই। সিপিএমই একমাত্র দল যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে পারে। তাই আমরা সিপিএমে যোগদান করেছি।’

অন্যদিকে, সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস তৃণমূল এবং বিজেপির সেটিং রয়েছে বলে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘মানুষ এখন বুঝতে পেরেছে তৃণমূল সর্ব সাধারণের জন্য কাজ করে না। সিপিএমই একমাত্র দল যারা সকলের জন্য কাজ করে। বিজেপি এবং তৃণমূলের সেটিং রয়েছে সেটা সকলেই জানে। এটা দিনের আলোর মতো স্পষ্ট।’ তিনি মনে করেন, আগামী দিনে পঞ্চায়েত ভোটের আগে আরও মানুষ সিপিএমে ফিরবে। কারণ সিপিএম সারা বছর মানুষের পাশে থাকে। যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। দলের ব্লক সভাপতি বিশ্বরূপ রায় জানান, ‘এতে দলের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। এসব ঘটনা একেবারেই গুরুত্বহীন। তবে এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে দেখব।’

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন