
ধূপগুড়ির নয়ানজুলিতে পড়ল বাস, আহত ৩২ পরিযায়ী শ্রমিক
১ মিনিটে পড়ুন . Updated: 17 May 2020, 10:34 AM IST- বিহারের ইটভাটায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি বাস আসছিল।
এবার পশ্চিমবঙ্গে দুর্ঘটনার কবলে পড়লেন পরিযায়ী শ্রমিকরা। আহত হয়েছেন ৩২ জন। ঘটনাটি ধূপগুড়ির খোলাইগ্রামের।
বিহারের ইটভাটায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি বাস আসছিল। বাসে ৩৫ জনের মতো যাত্রী ছিলেন। রবিবার ভোররাতে ধূপগুড়ির খোলাইগ্রামের চৌপথি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের নয়ানজুলিতে পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী। আহত শ্রমিকদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারোর আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। বাসটিকে আপাতত ধূপগুড়ি টার্মিনাসে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, লকডাউনের ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনার কবলে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। শুক্রবার গভীর রাতে উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় ২৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে এ রাজ্যের কয়েকজন শ্রমিক রয়েছেন। শনিবার মধ্যপ্রদেশে পাঁচ শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। তার কয়েকদিন আগেই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ১৬ জন শ্রমিকের।