বাড়ির পাশে আবর্জনা ফেলার ডাস্টবিন রেখেছিলেন পুরসভার সাফাইকর্মী। সেই ক্ষোভে মারাত্মক ঘটনা ঘটাল এক যুবক। সাফাইকর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে। ঘটনায় জখম হয়েছেন সাফাইকর্মী সহ তার পরিবারের ৪ সদস্য। আহতদের মধ্যে শিশুও রয়েছে। রবিবার বিকেলে ঘটনাটি বীরভূমের নলহাটি পুরসভার নতুনগ্রামে। জখমদের উদ্ধার করে নলহাটি ব্লক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন পরে গিয়েছে এলাকায়। বোমা মারার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ।
আরও পড়ুন: নাইজেরিয়ায় হাসপাতাল, বিয়ে বাড়িতে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ, নিহত ১৮, আহত ৪৮
জানা গিয়েছে, রেশমা বিবি হলেন নলহাটি পুরসভার একজন সাফাই কর্মী। রবিবার বিকেলে নলহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম এলাকায় তাঁর বাড়ির সামনে আবর্জনা ফেলার ডাস্টবিন রেখেছিল। সেই ডাস্টবিন রাখার প্রতিবাদ করেন প্রতিবেশী যুবক আকতারুল সেখ। তার অভিযোগ ছিল বাড়ির কাছে ডাস্টবিন রাখার ফলে বাড়িতে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই নিয়ে গন্ডগোলের সূত্রপাত। এনিয়ে দুই পরিবারের মধ্যে তুমুল বচসা বাঁধে। অভিযোগ, দুই পরিবারের বচসার মধ্যেই আকতারুল সেখ আচমকা বাড়ি থেকে বোমা বের করে এবং রেশমা বিবির বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে। সেই বোমায় জখম হন সাফাই কর্মী রেশমা বিবি সহ তার পরিবারের ৪ জন। বিস্ফোরণের বিকট শব্দে গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। এদিকে, বোমা মারার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ। তবে তার আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত আকতারুল সেখ। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ এলাকায় টহলদারি শুরু করেছে।
এদিকে, খবর পেয়ে হাসপাতালে জ দেখতে যান ওয়ার্ডের কাউন্সিলর তোহিদ শেখ। তিনি বলেন, রেশমা তাঁর বাড়ির সামনেই ডাস্টবিন রেখে দেন। এনিয়ে এর আগেই ওই যুবক তাদের গালিগালাজ করেছে। রবিবার এই নিয়ে দুপক্ষের বচসা চরম আকার ধারণ করে। আকতারুল প্লাস্টিকের ডাস্টবিনগুলি ভাঙতে শুরু করে। তখন সাফাই কর্মী ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে দুপক্ষের মধ্যে তুমুল বচসা বাঁধে এবং রেশমার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে। কোথা থেকে যুবকের কাছে বোমা এল? ওই যুবক কোনও অসামজিক কাজের সঙ্গে যুক্ত কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।