বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC group clash Memari: ভাইফোঁটার দিন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত মেমারি, আহত ৪

TMC group clash Memari: ভাইফোঁটার দিন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত মেমারি, আহত ৪

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

প্রথমে এলাকার দুই যুবকের মধ্যে বচসা শুরু হয়। তারপর তাদের মধ্যে মারপিট বেঁধে যায়। এরপর অন্যান্যরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় আহত এক যুবক সুভাষ পণ্ডিতের মা অনিমা পণ্ডিতের দাবি তিনি তৃণমূল করেন। তার ছেলে বাড়ি ফেরার সময় অন্য এক যুবক তাকে গালিগালাজ করে।

দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর ওপর বাঁশ, রড দিয়ে হামলা চালাল। ভাঙচুর করা হল একাধিক দোকান। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন চারজনেরও বেশি। ভাই ফোঁটার দিন এভাবেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের মেমারি। আহতদের মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় রাজনীতির রং লেগেছে। রাজ্যের শাসক দল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ বলে অভিযোগ স্থানীয়দের। পঞ্চায়েত ভোটের আগে ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠায় অস্বস্তিতে তৃণমূল।

মহুয়া অনুগামীদের বিরুদ্ধে ক্লাবে হামলার অভিযোগ, কৃষ্ণনগরে TMC-র গোষ্ঠীদ্বন্দ্ব

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে এলাকার দুই যুবকের মধ্যে বচসা শুরু হয়। তারপর তাদের মধ্যে মারপিট বেঁধে যায়। এরপর অন্যান্যরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় আহত এক যুবক সুভাষ পণ্ডিতের মা অনিমা পণ্ডিতের দাবি তিনি তৃণমূল করেন। তার ছেলে বাড়ি ফেরার সময় অন্য এক যুবক তাকে গালিগালাজ করে। ওই যুবক তার ছেলেকে রড নিয়ে মারতে আসে। তাকে আটকাতেই অন্যান্যর যুবকরা মারধর করতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপক্ষের সংঘর্ষে স্থানীয় বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে।

যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ তৃণমূলের স্থানীয় নেতারা। তাদের মতে, এটি পাড়ার দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এর সঙ্গে তৃণমূল জড়িত নয়। মেমারি শহর তৃণমূলের সভাপতি স্বপন ঘোষাল বলেন, ক্লাবের বিবাদকে কেন্দ্র করে এদিনের ঘটনার সূত্রপাত। তার সঙ্গে রাজনীতি জড়িত নয়। এই ঘটনায় মেমারি থানার পুলিশ ইতিমধ্যে কয়জনকে আটক করেছে। বাকিদের খোঁজ চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষই থানায় অভিযোগ জানায়নি।

অন্যদিকে, এই ঘটনার দুদিন আগেই কালীপুজোর চাঁদাকে কেন্দ্র করে নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে। একটি ক্লাবে হামলার অভিযোগ উঠেছিল। যারা হামলা চালিয়েছিল তারা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের অনুগামী ছিলেন বলে আক্রান্তদের দাবি ছিল।

বাংলার মুখ খবর

Latest News

বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: কোহলি দুর্গে নজরে গম্ভীর, লড়াই হবে শেয়ানে শেয়ানে ‘কষ্ট’ দূর করলেন মমতা! উপ-নির্বাচনে সায়ন্তিকাকে টিকিট দিল তৃণমূল, ভগবানগোলায় কে? নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.