বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Purulia road accident: দশমীর রাতে পুরুলিয়ায় একের পর এক বাইক দুর্ঘটনা! মৃত্যু ৪ জনের

Purulia road accident: দশমীর রাতে পুরুলিয়ায় একের পর এক বাইক দুর্ঘটনা! মৃত্যু ৪ জনের

 পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের। প্রতীকী ছবি।

জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে বলরামপুর থানা এলাকার মালতি গ্রামের কাছে। ৩২ নম্বর জাতীয় সড়কের কাছে পুরুলিয়ার টাটা রোডে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা মারে। ঘটনায় দুজন বাইক গুরুতর আহত হন। তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। 

দশমীর রাতে বেপরোয়া গতিতে ছুটল বাইক। যার ফলে ঘটল একের পর এক বাইক দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। মৃতদের বয়স ১৯ থেকে ২৯ বছরের মধ্যে। পুরুলিয়ায় দুটি পৃথক বাইক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এই দুটি ঘটনা ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানা এবং মানবাজার থানা এলাকায়। বাইক আরোহীরা মদ্যপ অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Accident: ভয়াবহ দুর্ঘটনা হেমতাবাদে, বাইক থেকে রাজ্যসড়কে ছিটকে পড়লেন ৫জন, মৃত ২

জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে বলরামপুর থানা এলাকার মালতি গ্রামের কাছে। ৩২ নম্বর জাতীয় সড়কের কাছে পুরুলিয়ার টাটা রোডে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লড়িকে ধাক্কা মারে। ঘটনায় দুজন বাইক গুরুতর আহত হন। তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেছে। পুলিশ জানিয়েছেন মৃত দুই যুবকের নাম হল কৃষ্ণ গড়াই এবং শম্ভুনাথ গড়াই। তারা দুজনে ঝাড়খণ্ডের নিমডি থানায় এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, দুই যুবক বাড়ি ফিরছিলেন তখনই এই ঘটনা ঘটেছে।

অন্যদিকে, এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরে পুরুলিয়ার মানবাজার থানা এলাকার জবলা বাঁধের পাশে আরও একটি পথ দুর্ঘটনা ঘটে। রাস্তায় বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্তম্ভে ধাক্কা মারে বাইকটি। ওই বাইকের আরোহীদের নাম হল মনোজিৎ মাহাতো এবং পার্থ বাউরি। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মনোজিতের বাড়ি ধরারডি গ্রামে এবং পার্থর বাড়ি বান্দাগল গ্রামে।

বন্ধ করুন