মালদার মানিকচকে বোমা বিস্ফোরণে ৩ জনের মৃত্যুর ঘটনায় ৪ তৃণমূলকর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নির্দেশেই মানিকচকের গোপালপুরে আম বাগানে চলছিল বোমা বাঁধার কাজ। শনিবার রাতে বোমা বাঁধার সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই ২ তৃণমূলকর্মীর মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও ১ জনের। এই নিয়ে ঘটনায় ৭ জন তৃণমূলকর্মীকে গ্রেফতার করল পুলিশ।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এলাকায় তৃণমূলের ২ গোষ্ঠীর দ্বন্দের জেরেই এই ঘটনা। তৃণমূল নেতা সইফউদ্দিন ও নাসিরের গোষ্ঠীর বিবাদের জেরে মাঝে মাঝে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মুড়ি মুড়কির মতো বোমা পড়ে গ্রামের যত্রতত্র। সেই সংঘর্ষের রসদ তৈরির জন্যই রাতের অন্ধকারে আম বাগানে বাঁধা হচ্ছিল বোমা। কোনও ভাবে তাতে বিস্ফোরণ হয়। ঘটনার পরই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার আরও ৪ জনকে গ্রেফতার করে তারা। ধৃতরা প্রত্যেকেই তৃণমূলকর্মী বলে জানা গিয়েছে।
শনিবার রাতে মানিকচকের গোপালপুরের ওই আম বাগানে চলছিল বোমা বাঁধার কাজ। গভীর রাতে বিকট শব্দে বিস্ফোরণ হয় সেখানে। ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় সফিকুল ইসলাম ও ফজরুল শেখের দেহ। ওই রাতেই গ্রামে তল্লাশি চালিয়ে ৪টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।