বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Medical student death in Uttarakhand: উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে আরজি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু

Medical student death in Uttarakhand: উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে আরজি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু

ট্রেকিং করতে গিয়ে মৃত্যু ডাক্তারি পড়ুয়ার। (প্রতীকী ছবি)

ডাক্তারি পড়ুয়া হলেও সায়ন ট্রেকিং করতে ভালবাসতেন। গত ১২ জানুয়ারি ৪ বন্ধু মিলে উত্তরাখন্ডে গিয়েছিলেন সায়ন। প্রথমে তাঁরা হরিদ্বারে পৌঁছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পরে ঋষিকেশ থেকে ব্রহ্মতাল পর্যন্ত ট্রেকিং করেন। 

মর্মান্তিক ঘটনা! উত্তরাখণ্ডের ব্রহ্মতালে বন্ধুদের সঙ্গে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল হবু ডাক্তারের। মৃতের নাম সায়ন মণ্ডল। তিনি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চতুর্থ বর্ষের পড়ুয়া। তিনি উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। সায়নের মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। তাঁর মৃতদেহ আজ বাড়িতে ফেরার কথা রয়েছে।

পারিবারিক সূত্র জানা গিয়েছে, ডাক্তারি পড়ুয়া হলেও সায়ন ট্রেকিং করতে ভালোবাসতেন। গত ১২ জানুয়ারি ৪ বন্ধু মিলে উত্তরাখণ্ডে গিয়েছিলেন সায়ন। প্রথমে তাঁরা হরিদ্বারে পৌঁছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পরে ঋষিকেশ থেকে ব্রহ্মতাল পর্যন্ত ট্রেকিং করেন। প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় পৌঁছনোর পর সায়ন শ্বাসকষ্ট অনুভব করেন। নিচে নামার সময় তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে তিনি অচেতন হয়ে পড়েন। তবে দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে, তাঁর যে তিন বন্ধু একসঙ্গে ট্রেকিংয়ে গিয়েছিলেন ইতিমধ্যেই তাঁরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ রবিবার তাঁরা সায়নের মৃতদেহ নিয়ে ফিরবেন জানা যাচ্ছে। পরিবারের এক সদস্য জানান, সায়নের সঙ্গে শেষবার কথা হয়েছিল বুধবার। এরপর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। সায়নের কাকা অরূপ মণ্ডল জানিয়েছেন, ‘শনিবার তাঁর মৃত্যুর খবর জানতে পেরেছি।’ এদিকে, সায়নের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। তমাল চক্রবর্তী নামে সায়নের এক প্রতিবেশী জানান, ‘সায়ন একজন মেধাবী ছাত্র ছিল। ও খুব সহজ, সরল এবং ভালো আচরণের জন্য এলাকায় সুপরিচিত ছিল। সায়ন পাহাড় ভ্রমণ এবং ট্রেকিং করতে খুব ভালোবাসত।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

ISL-এ নামার আগে স্বস্তি!আনোয়ার মামলায় স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের!জানালেন বাজাজ অকালে চলে গিয়েছেন যাঁরা, তাঁদের জন্য কোন তিথিতে করা হয় পিতৃশ্রাদ্ধ? জানুন বিশদে কলকাতায় ম্যাঞ্চেস্টার সিটির স্কুল! এবার খুদে ফুটবলারদের পাঠ দেবে হালান্ডের ক্লাব চেন্নাইয়ে অনুশীলন শুরু করল টিম ইন্ডিয়া! গম্ভীরের ক্লাসে অমনোযোগী কোহলি একই পোশাকে ১ মাসের ওপরে কাটাল সঞ্জয়, গায়ের দুর্গন্ধে নাজেহাল তদন্তকারীরা রাজ্যের উপর আস্থা নেই, দাবি পূরণে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে কী লিখলেন চিকিৎসকরা? We Want Justice ব্যানারের সামনে চটুল গানে নাচছে স্বল্পবসনা নারী, শেয়ার শ্রীলেখার ময়দানে আপাতত গাছ কাটতে পারবে না RVNL, বলল সুপ্রিম কোর্ট, বন্ধ থাকবে মেট্রোর কাজ? 'লাইনে ভক্তের অপেক্ষা,আর VIP-রা সেলফি তুলছেন,লালবাগচা রাজা দর্শনে কেন এই বৈষম্য' সঞ্জয় রায়ের নারকো অ্যানালিসিস পরীক্ষা করাতে চায় CBI, আদালতে জমা পড়ল আবেদন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.